For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউ-র সার্ভাররুমে ভাঙচুর করেনি ছাত্ররা, আরটিআইয়ে উঠে এলো আসল সত্যি

জেএনইউ-র সার্ভাররুমে ভাঙচুর করেনি ছাত্ররা, আরটিআইয়ে উঠে এলো আসল সত্যি

Google Oneindia Bengali News

৩ জানুয়ারি জেএনইউর সার্ভার রুম বন্ধ ছিল। বিদ্যুৎ সংযোগ ঠিক মতো না থাকার কারণেই সার্ভার রুম বন্ধ করে দেওয়া হয়েছিল। আরআইয়ে উঠে এসেছে সত্যিটা। এতোদিন অভিযোগ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সার্ভার রুমে ভাঙচুর চালিয়েছিল।

জেএনইউ-র সার্ভাররুমে ভাঙচুর করেনি ছাত্ররা, আরটিআইয়ে উঠে এলো আসল সত্যি

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এফআইআরে অভিযোগ করা হয়েছিল ৩ জানুয়ারি একদল ছাত্র সার্ভার রুমে ঢুকে সিসিটিভি ক্যামেরা এবং বায়োমেট্রিক অ্যাটে্ডেন্স সহ একাধিক জিনিসে ভাঙচুর চালায় এবং জোর করে সার্ভার রুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই কারণেই বিশ্ববিদ্যালয়ে মেইন সার্ভার রুম িন এবং চার তারিখ বন্ধ ছিল। কিন্তু এই নিয়ে আরটিআইয়ের পর জানানো হয় ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে লাগানো কোনও ক্যামেরাতে ভাঙচুর চালানো হয়নি। ১৭টি ফাইবার অপটিকাল ক্ষতিগ্রস্ত করা হয় ৪ জানুয়ারি দুপুর ১টা নাগাদ।

সেই কারণেই ঘটনার দিন ক্যাম্পাসের কোনও সিসিটিভি ফুটেদ পাওয় যায়নি। সিসিটিভি ক্যামেরা থাকলেও তাতে ধরা পড়েনি ৫ জানুয়ারির তাণ্ডবের ছবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর জন্য ছাত্রদেরই দায়ী করেছিল কিন্তু আরটিআইয়ের রিপোর্টে উঠে এসেছে আসল সত্যিটা।

প্রধানমন্ত্রীকে কাগজ দেখাতে বললে পালিয়ে যান! দেশের অর্থনীতি নিয়ে আক্রমণ সুজনেরপ্রধানমন্ত্রীকে কাগজ দেখাতে বললে পালিয়ে যান! দেশের অর্থনীতি নিয়ে আক্রমণ সুজনের

English summary
students are not vandalise server room of JNU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X