For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যে স্কুলে পুলওয়ামার মতো হামলার হুঁশিয়ারি, হুমকি চিঠিতে চাঞ্চল্য

স্কুলে হুমকি চিঠি দিয়ে টাকা আদায় করতে চেয়েছিল উত্তর প্রদেশের বরেলির দশম শ্রেণির এক ছাত্র। দুলক্ষ টাকা দাবি করেছিল সে।

  • |
Google Oneindia Bengali News

স্কুলে হুমকি চিঠি দিয়ে টাকা আদায় করতে চেয়েছিল উত্তর প্রদেশের বরেলির দশম শ্রেণির এক ছাত্র। দুলক্ষ টাকা দাবি করেছিল সে। যদিও পুলিশ ওই ছাত্রকে আটক করেছে। এই ছাত্রের বিরুদ্ধে মামলাও শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে এই ছাত্র খবরের কাগজও বিক্রির সঙ্গে যুক্ত ছিল।

হামলার হুমকি দিয়ে স্কুল থেকে টাকা আদায়ের চেষ্টা

হামলার হুমকি দিয়ে স্কুল থেকে টাকা আদায়ের চেষ্টা

স্কুলের ম্যানেজার জানিয়েছেন, রবিবার স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। সেখানে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল যদি দাবি মতোা ২ লক্ষ টাকা মেটানো না হয়, তাহলে পুলওয়ামার মতো হামলা চালানো হবে। পাশাপাশি অভিযুক্ত ছাত্র জানান, স্কুলে বোমা রাখা আছে। স্কুলের ম্যানেজারের বাড়িতেও বোমা রাখার দাবি করেছিল সে।

স্কুলে পুলিশের তল্লাশি

স্কুলে পুলিশের তল্লাশি

হুমকি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি বরেলি পুলিশকে জানানয়। পুলিশ স্কুলে তল্লাশি চালায়। কিন্তু কিছুই পাওয়া যায়নি, প্রায় ৪০০ ছাত্রের ওই স্কুলে। মঙ্গলবার ফের হুমকি চিঠি দিয়ে ২ লক্ষ টাকা দাবি করা হয়।

পুলিশি তদন্তে বেরিয়ে পড়ে তথ্য

পুলিশি তদন্তে বেরিয়ে পড়ে তথ্য

পুলিশের তদন্তে দেখা যায় যে কাগজে হুমকি চিঠি লেখা হয়েছে, তা স্কুলেরই ছাত্রের নোটবুক থেকে ছিড়ে নেওয়া। ওই ধরনের নোটবুক নবম ও দশম শ্রেণির ছাত্ররা ব্যবহার করে। এর পরেই অপরাধীর সন্ধান পাওয়া যায়। তদন্তে ওই ছাত্র পুলিশকে জানায় কেউ থাকে চিঠি লিখতে বাধ্য করেছে।

বিভিন্ন ধারায় মামলা

বিভিন্ন ধারায় মামলা

ভারতীয় দণ্ডবিধির ৩৪৬ ও ৫০৭ ধারায় ওই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। (প্রতীকী ছবি)

English summary
Student from UP warns school to pay Rs 2 lakh or to face Pulwama like attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X