For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাবের মুখ্যমন্ত্রী 'শিখ'-ই হোক বলে কংগ্রেসের প্রস্তাব ফেরালেন অম্বিকা সোনি, জোর জল্পনা

পঞ্জাবের মুখ্যমন্ত্রী 'শিখ'-ই হোক বলে কংগ্রেসের প্রস্তাব ফেরালেন অম্বিকা সোনি, জোর জল্পনা

  • |
Google Oneindia Bengali News

ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর হঠাৎ মুখ্যমন্ত্রিত্ব ছাড়া নিয়ে পঞ্জাবে বিপাকে পড়েছে কংগ্রেসে৷ মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকে থাকলেও প্রত্যেকেরই বিরোধী ও সমর্থকরা রয়েছে এই রকম অবস্থায় নিজেদের দলের বরিষ্ঠ নেত্রী এবং গান্ধী পরিবার অম্বিকা সোনির উপর ভরসা করতে চেয়েছিলেন কংগ্রেস৷ কিন্তু জল্পনা অম্বিকা রাজি হননি পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে৷

কে এই অম্বিকা সোনি?

কে এই অম্বিকা সোনি?

১৯৬৯ এ ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসে প্রবেশ করেছিলেন অম্বিকা সোনি। অম্বিকার বাবা দেশভাগের সময় অমৃতসরের জেলা কালেক্টর ছিলেন এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছের মানুষ ছিলেন৷ অম্বিকা সোনি সঞ্জয় গান্ধীর সঙ্গেও কাজ করেছিলেন এবং দলের প্রথমসারির সংগঠনগুলির বেশ কয়েকটির প্রধান পদেও ছিলেন। অম্বিকা সোনি পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার বাসিন্দা এবং বেশ কয়েকবার পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন।

কেন পঞ্জাব কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে চাননি অম্বিকা?

কেন পঞ্জাব কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে চাননি অম্বিকা?

সূত্রের খবর নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে তোপ দেগে অমরিন্দর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পর অম্বিকার দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। খোদ সোনিয়া গান্ধী নাকি চেয়েছিলেন অম্বিকা পঞ্জাবের মুখ্যমন্ত্রী হোক৷ কিন্তু এ নিয়ে দলীয় বৈঠকে অম্বিকা সোনি স্পষ্ট করে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে একজন শিখ ব্যক্ত না থাকার প্রভাব পড়বে পঞ্জাব কংগ্রেসে। তাই তিনি এই দায়িত্ব নিতে ইচ্ছুক নন। প্রসঙ্গত উইকিপিডিয়া বলছে অম্বিকা সোনি খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী।

কেন মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন সিং?

কেন মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন সিং?

মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পর অমরিন্দর সিং শনিবার সাংবাদিকদের বলেন, গত দু'মাসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আমাকে তিনবার অপমান করেছে। এর আগে দুবার দিল্লিতে বিধায়কদের ডাকা হয়েছিল এবং এখন তারা এখানে চণ্ডীগড়ে কংগ্রেস লেজিসলেটিভ পার্টির (সিএলপি) সভা ডেকেছে। দলের যদি আমার সামর্থ্য নিয়ে কোন সন্দেহ থাকে, তাতে আমার অপমানিত বোধ করা স্বাভাবিক৷

কারা রয়েছে পঞ্জাবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে?

কারা রয়েছে পঞ্জাবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে?

পাঞ্জাব কংগ্রেস প্রধান সুনীল জখর, বর্তমান রাজ্য সভাপতি নভজোত সিং সিধু, শীর্ষ নেতা সুখজিন্দর সিং রন্ধাওয়া, দলীয় নেতা তৃপ্ত রাজিন্দর সিং বাজওয়া, ব্রহ্ম মহিন্দ্রা, বিজয় ইন্দ্র সিঙ্গলা, পাঞ্জাব কংগ্রেসের কার্যকরী সভাপতি কুলজিৎ সিং নাগরা এবং সাংসদ প্রতাপ সিং বাজওয়াও পঞ্জাব কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন।

আজই নাম ঘোষণা?

আজই নাম ঘোষণা?

শনিবার হরিশ রাওয়াত এবং অজয় মাকেনের সঙ্গে পঞ্জাবে কংগ্রেস বিধায়কদের একটি বৈঠক হয়৷ সূত্রের খবর যেখানে একটি প্রস্তাব পাস হয় হয় যে এই বিষয়ে সোনিয়া গান্ধীর সিদ্ধান্ত এই চূড়ান্ত হবে। পঞ্জাব কংগ্রেসের কার্যকরী সভাপতি পবন গোয়েল জানিয়েছেন আজকেই ফাইনাল সিদ্ধান্ত জানা যাবে।

সিধুকে নিয়ে অমরিন্দর উবাচ!

সিধুকে নিয়ে অমরিন্দর উবাচ!

মুখ্যমন্ত্রিত্ব ছেড়েই অমরিন্দর সিং একটি জাতীয় টিভি চ্যানেলকে জানিয়েছিলেন, সিধু একজন অযোগ্য মানুষ। তিনি আমার সরকারের ব্যর্থ মন্ত্রী ছিল। আমি তাকে যে একটি মন্ত্রণালয় দিয়েছিলাম তা তিনি চালাতে পারেননি। তিনি সাত মাস ধরে কোনও ফাইল শেষ করতে পারেননি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
turned down the Congress proposal of Punjab CM Ambika Soni the senior congress leader say Let the Chief Minister of Punjab be a Sikh, say media source
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X