For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার দেখানো পথেই এবার মোদী সরকার! ধর্মঘট নিয়ে এবার কেন্দ্রীয় সরকারী কর্মীদের নির্দেশ

রাত পোহালেই বনধ! দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রের মোদী সরকারের একাধিক আইন পদক্ষেপের বিরুদ্ধে আগামীকাল বুধবার সংগঠিত হতে চলেছে বনধ।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বনধ! দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রের মোদী সরকারের একাধিক আইন পদক্ষেপের বিরুদ্ধে আগামীকাল বুধবার সংগঠিত হতে চলেছে বনধ। আর এই বনধ নিয়ে এবার মমতার দেখানো রাস্তাতেই হাঁটতে চলেছে কেন্দ্রের মোদী সরকার।

 কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ সরকারী কর্মীদের

কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ সরকারী কর্মীদের

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মীরা আগামীকালের বনধ পালনে যাবেন , তাঁদের উপযুক্ত পরিণতির মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে , কেটে নেওয়া হতে পারে বেতন, কিংবা সেই নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারী কর্মচারীরর বিরুদ্ধে নেওয়া হতে পারে উপযুক্ত পদক্ষেপ।

 কর্মীদের উদ্দেশে কেন্দ্রের বার্তা

কর্মীদের উদ্দেশে কেন্দ্রের বার্তা

এদিন কেন্দ্রীয় সরকারী কর্মীদের উদ্দেশে কেন্দ্র সাফ বার্তায় জানিয়ে দিয়েছে, যে বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রীয় সরকারী কর্মী কাজের দিনে অফিসের বাইকে বনধ পালন করলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৮ তারিখ কেন্দ্রের সমস্ত বিভাগে 'ক্যাসুয়াল লিভ' বা কোনও ধরনের ছুটির অনুমোদন বাতিল করা হয়েছে।

 'বাংলায় বনধ হবে না', মমতার বার্তা

'বাংলায় বনধ হবে না', মমতার বার্তা

এর আগে বাংলায় বনধ পালিত হবে না বলে সাফ জানিয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্ন থেকে এই ইস্যুতে একটি নির্দেশিকাও দেওয়া হয় এই মর্মে। সেখানে জানানো হয়েছে, রাজ্য সরকারী কর্মীদের বনধের দিন ছুটির অনুমতি গ্রাহ্য করা হবে না। কাটা হবে বেতনও।

গঙ্গাসাগর সফরে মুখ্য়মন্ত্রী আর কী বলেন?

গঙ্গাসাগর সফরে মুখ্য়মন্ত্রী আর কী বলেন?

এর আগে, ঙ্গাসাগর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'বনধ সস্তার রাজনীতি। ধর্মঘটে বহু মানুষের সমস্যা হয়। তাই ধর্মঘটের কোনও প্রয়োজন নেই।' যদিও তিনি সাফ জানান, যে ইস্যুগুলিকে কেন্দ্র করে এই বনধ ডাকা হয়েছে সেই ইস্যুকে সমর্থন করেন মমতা।

গুজরাতে রক্তাক্ত সংঘর্ষ এবিভিপি বনাম এনএসইউআইয়ের! প্রকাশ্যে ভিডিও গুজরাতে রক্তাক্ত সংঘর্ষ এবিভিপি বনাম এনএসইউআইয়ের! প্রকাশ্যে ভিডিও

English summary
Strike on January 8 , centre warns employees on Pay cut, disciplinary action.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X