For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে শিখ ড্রাইভারকে বেধড়ক মার পুলিসের, অমিত শাহেকে নালিশ ঠুকলেন অমরিন্দর

দিল্লিতে শিখ গাড়ির চালককে পুলিশের মারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে এক শিখ ট্রাক চালককে বেধড়ক মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Google Oneindia Bengali News

দিল্লিতে শিখ গাড়ির চালককে পুলিশের মারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে এক শিখ ট্রাক চালককে বেধড়ক মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। ভিডিওটি দেখার পর তীব্র নিন্দা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই নিয়ে নালিশও ঠুকেছেন তিনি। শিখ চালককে অমানবিক মারধরের অভিযুক্ত দিল্লি পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি। অমরিন্দর িসংকে পাল্টা টুইটে দোষীদের কড়া শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েেছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দিল্লিতে শিখ ড্রাইভারকে বেধড়ক মার পুলিসের, অমিত শাহেকে নালিশ ঠুকলেন অমরিন্দর

উত্তর-পশ্চিম দিল্লির মুখার্জি নগরের এই ঘটনা নিয়ে আবার সাফাই গেয়েছে দিল্লি পুলিস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, গ্রামীন সেবা টেম্পো চালকের দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্যই মারধর করা হয়েছে। পুলিশ সেই চালককে থামতে বলেও থামতে রাজি হয়ননি। তার দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিংয়ের জন্য এক পুলিশ অফিসারের পা গুরুতর জখম হয়। সেই উত্তেজনা থেকেই পুলিশ সেই চালককে মারধর করে।'‌ এই ঘটনাটি নিয়ে সরব নেটিজেনরা।

দিল্লি পুলিশের মুখপাত্র অনিল মিত্তল জানিয়েছেন, '‌গোটা ঘটনায় অভিযুক্ত পুলিশেরা একেবারেই পেশাদারিত্বের পরিচয় দেখাননি। এএসআই সঞ্জয় মালিক, দেবেন্দ্র এবং কনস্টেবল পু্ষ্পেন্দ্রকে আমরা সাসপেন্ড করেছি।'‌ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, 'গোটা ঘটনায় পুলিশের আচরণ অত্যন্ত নিন্দনীয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।'‌

English summary
Street Fight Between Delhi Cops And Driver, video goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X