For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্যা বোঝাতে যোগী সভায় গরু ছেড়ে দিল কৃষকরা

সমস্যা বোঝাতে যোগী সভায় গরু ছেড়ে দিল কৃষকরা

Google Oneindia Bengali News

বিপথগামী গবাদি পশুর কারণে তাদের সমস্যা তুলে ধরতে, উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে বেশ কয়েকজন কৃষক মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমাবেশের স্থানের কাছে একটি খোলা মাঠে গবাদি পশু ছেড়ে দিল। সেই ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে।

সমস্যা বোঝাতে যোগী সভায় গরু ছেড়ে দিল কৃষকরা

কৃষক নেতা রমনদীপ সিং মান কর্তৃক টুইট করা ভিডিওটিতে একটি খোলা মাঠে শত শত গবাদি পশু দেখা যাচ্ছে। বিপথগামী গবাদি পশুর আতঙ্ক উত্তরপ্রদেশ নির্বাচনে একটি প্রধান ইস্যু হয়ে উঠেছে।

ভিডিও পোস্ট করার সময় রমনদীপ সিং মান টুইট করেছেন যে, 'বারাবাঙ্কিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের অনুষ্ঠানের আগে কৃষকরা শতাধিক গবাদিপশুকে ক্ষেত থেকে তাড়িয়ে দিয়ে সমাবেশস্থলের কাছে ছেড়ে দিয়েছিল। কৃষকরা এই বিপথগামী গবাদি পশুদের পরিচালনা করার উপায় খুঁজে পায়নি। পাঁচ বছর ধরে উত্তরপ্রদেশ সরকারও কোনও সমাধান খুঁজে পায়নি। কৃষকরা দেখতে চেয়েছিল এই অনুষ্ঠানের আগে বিজেপি কী সমাধান নিয়ে আসে,"

সমাবেশে, যোগী আদিত্যনাথ বলেন, 'বিজেপি রাজ্যে ক্ষমতা ধরে রাখলে উত্তরপ্রদেশে বিপথগামী গবাদি পশুর সমস্যা সমাধানের হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজে এই দিয়েছেন'। এই কথা তিনি সভায় উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন।

প্রধানমন্ত্রী মোদী গত সপ্তাহে এক সমাবেশে বলেছিলেন , "বিপথগামী প্রাণীর কারণে আপনি যে সমস্যার সম্মুখীন হন তা মোকাবেলা করার জন্য ১০ মার্চের পরে একটি নতুন ব্যবস্থা তৈরি করা হবে। এমন একটি ব্যবস্থা তৈরি করা হবে যাতে আপনি এমন একটি প্রাণীর গোবর থেকে আয় করতে পারেন যা দুধ দেয় না,"

উত্তরপ্রদেশে বিপথগামী গবাদি পশুদের ক্ষেতে প্রবেশ করা এবং ফসলের লক্ষ্যবস্তু, বিশেষ করে বুন্দেলখন্ড অঞ্চলে এটি একটি সাধারণ ঘটনা। এটি এই অঞ্চলের কৃষকদের আর্থিক ক্ষতির দিকে নিয়ে যায়। এমন গবাদি পশুদের তাড়ানোর জন্য সারা রাত তাদের জেগে থাকতে হয়।"

গডসের সমর্থক বিজেপি নেত্রী উমা আনন্দন জয়ী তামিলনাড়ু পৌর নির্বাচনে গডসের সমর্থক বিজেপি নেত্রী উমা আনন্দন জয়ী তামিলনাড়ু পৌর নির্বাচনে

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ঘোষণা করেছে যে তারা বিপথগামী ষাঁড় দ্বারা আহত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের প্রত্যেককে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে।

কংগ্রেস দল তার নির্বাচনী ইস্তেহারে বিপথগামী গবাদি পশু বা অন্যান্য প্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষি জমির প্রতি একর ৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

English summary
to solve the stray cattle problem farmers Release cows in yogis rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X