For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের সবচেয়ে বড় দিনে আকাশে দেখা যাবে 'স্ট্রবেরি মুন'

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ জুন : সুপার মুন অথবা ব্লু মুন নয়, আজ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিনে আকাশে দেখা মিলবে 'স্ট্রবেরি মুন'-এর। এটা এমন এক বিরল ঘটনা যা এবার প্রত্যক্ষ করতে না পারলে এজন্মে এমন জিনিস আর দেখে যেতে পারবেন না।

নয়া 'কাউন্ট ডাউন' শুরু, পৃথিবীর ধ্বংস ২৮ সেপ্টেম্বর?

বৃহস্পতির উপগ্রহে 'জলের সন্ধান' পেলেন নাসার বিজ্ঞানীরা!

শুধু এদিনই নয়, গোটা সপ্তাহ জুড়েই আমরা দেখতে পাব এই স্ট্রবেরি মুনকে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে 'সামার সোলস্টাইস'। এই সময়ে দিনের সময়ে সবচেয়ে বেশি থাকে, রাতের সময় অনেকটাই কম থাকে।

বছরের সবচেয়ে বড় দিনে আকাশে দেখা যাবে 'স্ট্রবেরি মুন'

এছাড়া এই সময়ে গোধুলির আকাশে একসঙ্গে সূর্য ও চাঁদকে দেখতে পাবেন। তবে যদি মনে করে থাকেন যে চাঁদের রঙ একেবারে স্ট্রবেরি মতো গোলাপি হয়ে যাবে তাহলে মস্ত ভুল করবেন। চাঁদের যা রঙ দেখতে আপনি অভ্যস্ত তেমনই দেখতে পাবেন।

সূর্যের চেয়ে আয়তনে ৬৬ কোটি গুণ বড় 'ব্ল্যাক হোল'!

১৩ নভেম্বর পৃথিবীতে প্রথমবার আছড়ে পড়তে চলেছে UFO?

আসলে এর পিছনেও রয়েছে একটি কাহিনি। আমেরিকার এক উপজাতির মানুষেরা মনে করতেন এই সময়ে স্ট্রবেরির মরসুম। অর্থাৎ এই সময়ে এসে স্ট্রবেরি পাকতে শুরু করে। ফলে সেই থেকে এই সময়ের চাঁদের নাম হয়েছে 'স্ট্রবেরি মুন'।

তবে এই জুন মাসের চাঁদের 'স্ট্রবেরি মুন' ছাড়াও আরও কয়েকটি নাম রয়েছে। সেগুলি হল- 'রোজ মুন', 'থান্ডার মুন', 'মিড মুন'

English summary
Strawberry Moon : Summer Solstice Coincide With First Full Moon In June 2016
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X