কেন ঘূর্ণিঝড় দিনদিন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে
গত ১০০ বছরে ঘূর্ণিঝড় ধ্বংসাত্মক রূপ বেড়েছে। সঙ্গে বেড়েছে তার সংখ্যাও। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন এর মূল কারণ জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনেই ঘূর্ণিঝড় ঘন ঘন আছড়ে পড়ছে। আর এই ঝড়ের জেরে ক্ষতির পরিমাণও বাড়ছে। এর সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং যুক্ত রয়েছে। বলছেন বিজ্ঞানীরা।

ঘূর্ণিঝড় হল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব থেকে বিপজ্জনক। প্রাকৃতিকভাবে ক্ষতির পরিমাণও বেশি। ২০০৫ সালে হ্যারিকেল ক্যাটরিনায় ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১২৫ বিলিয়ন। যা আমেরিকার জিডিপির ১ শতাংশ।
বিভিন্ন সময়ের ঝড়কেও তুলনা করে দেখেছেন বিজ্ঞানীরা। ১৯০০ থেকে ২০১৮-র মধ্যে ২৪০ টি ঝড় কী ক্ষতি করেছে তার একটা তথ্যগত তুলনা করেছেন তাঁরা। যমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০১৭ সালে ফ্লোরিডায় হ্যারিকেন ইরমার ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, যে জায়গায় ইরমা আঘাত হেনেছে তার কাছাকাছি ১০ হাজার বর্গ কিলোমিটারে ১.১ মিলিয়ন মানুষ বসবাস করেন। বিজ্ঞানীরা সেখানকার সম্পদেরও হদিশ পাওয়ার চেষ্টা করেছেন। দেখা গিয়েছে সম্পদের পরিমাণ ২১৫ বিলিয়ন ডলার। যার মধ্যে ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। যা সেখানকার মোট সম্পদের প্রায় ২৩ শতাংশ।
বিজ্ঞানীরা দেখেছেন প্রতি দশকে ঘূর্ণিঝড়ের প্রাবল্য বৃদ্ধি পয়েছে ৩৩০ শতাংশ করে। তাঁরা বলেই দিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই অবস্থা।