For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার পা ছুঁতে হবে না, মানুষের স্বার্থে কাজ করুন, বিজেপি সাংসদদের বললেন নরেন্দ্র মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৬ জুন: পা ছুঁয়ে তাঁকে সম্মান জানাতে হবে না, বরং নিজেদের কাজে মন দিক সাংসদরা। বিজেপি সাংসদদের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "অনেকেই দেখছি আমার সামনে এসে আমরা পা ছুঁচ্ছেন। আমাকে নিয়ে এত ব্যস্ত না থেকে আপনারা যদি নিজেদের কাজ করেন, খুশি হব। সাংসদ হিসাবে কঠোর পরিশ্রম করতে হবে, মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। বিপুল জনাদেশ পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। আত্মতুষ্টি যেন আপনাদের কর্তব্যবোধকে গ্রাস না করে।"

দলীয় সাংসদদের তিনি আরও বলেছেন, "মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য দলের মুখপাত্র রয়েছে। আপনাদের মুখপাত্রের কাজ করতে বলা হয়নি। তাই মিডিয়াতে হঠাৎ হঠাৎ বিবৃতি দেবেন না। কোনও সমস্যা হলে সেটা দলে আলোচনা করুন। সংসদের বিতর্কে যোগ দেওয়ার আগে ভালো হোমওয়ার্ক, পড়াশুনো করে আসুন। আমি বলব, সংসদে নানা বিষয়ে চলা বিতর্কে অংশ নিন। তাতে অনেক কিছু শিখতে পারবেন।"

নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপি সাংসদদের উদ্দেশে মূল্যবান উপদেশ দেন দলের 'ভীষ্ম' লালকৃষ্ণ আদবানি। তিনি বলেন, "মানুষের জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমাদের এক সময় দু'জন সাংসদ ছিল। সেটা আজ হয়েছে ২৮২ জন। নিরবচ্ছিন্ন জনসংযোগের ফলেই এটা সম্ভব হয়েছে। এই সাফল্য ধরে রাখতে হবে।"

এদিকে, নরেন্দ্র মোদীর মাকে শাড়ি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সুন্দর করে মোড়া শাড়ির প্যাকেটটি গতকাল এসে পৌঁছয় নয়াদিল্লিতে। কালবিলম্ব না করে গুজরাতে মায়ের কাছে তা পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্মীরা নওয়াজ শরিফের সৌজন্যে অভিভূত। তাঁরা বলছেন, নওয়াজ শরিফ ফিরে গিয়ে প্রধানমন্ত্রীর মায়ের জন্য শাড়ি পাঠাবেন, এটা কেউই ভাবেনি। নরেন্দ্র মোদীর মা হীরাবেনও বেজায় খুশি। তিনি নওয়াজ শরিফের মঙ্গল কামনা করেছেন।

English summary
Stop touching my feet, work hard for people, Narendra Modi tells BJP MPs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X