For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধীদের দিকে আঙুল তোলা বন্ধ করুন, করোনা মোকাবিলায় ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার

বিরোধীদের দিকে আঙুল তোলা বন্ধ করুন, করোনা মোকাবিলায় ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে এদিন মোদী সরকারের করোনা মোকাবিলা নিয়ে একের পর এক তোপ দাগতে দেখা যায় রাহুল গান্ধীকে। একইসাথে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। এমনকী করোনা মোকাবিলায় বিরোধীদের পরামর্শ শোনার বদলে কেন্দ্রের আক্রমণাত্মক আচরণেরও কড়া সমালোচনা করেন তিনি। অযথা বিরোধীদের দিকে আহুল তোলার পরিবর্তে গঠনমূলক কর্মসূচী গ্রহণেরও আবেদন জানান তিনি। এমনকী প্রায় ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও করোনা গ্রাস থেকে ভারত মুক্তি পাওয়ার বদলে সংক্রমণ বৃদ্ধির জন্য মোদী সরকারকেই এদিন ফের কাঠগড়ায় তোলেন তিনি।

বিরোধীদের দিকে আঙুল তোলা বন্ধ করুন, করোনা মোকাবিলায় ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার

শনিবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সোনিয়া গান্ধী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বৈঠক থেকেই করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিরুদ্ধে একের পর এক তো দাগেন সোনিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের থেকেও বর্তমানে চরম খারাপ পরিস্থিতির সম্মুখীন গোটা দেশ। এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো সহ অন্যান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব।

অন্যদিকে গত বছর লকডাউন শুরুর পর থেকেই করোনা মোকাবিলার কৌশল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারেও করোনার বাড়বাড়ন্তের মাঝে সেই রাস্তাতেই হাঁটালেন সোনিয়া পুত্র। নির্দিষ্ট কৌশলের অভাব ও মোদী সরকারের উদ্দেশ্যহীনতার জন্য গোটা দেশ আজ চরম বিপর্যয়ের সম্মুখীন বলে তোপ দাগেন তিনি। এদিকে দিন যত গড়াচ্ছে গোটা দেশে ততই বেড়ে চলেছে করোনা আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ২ লক্ষ ৩৪ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।

নির্দিষ্ট কৌশলের অভাব, করোনা রুখতে ব্যর্থ মোদী সরকার! ফের আক্রমণে রাহুল নির্দিষ্ট কৌশলের অভাব, করোনা রুখতে ব্যর্থ মোদী সরকার! ফের আক্রমণে রাহুল

English summary
Stop pointing fingers at the opposition, Sonia Gandhi sharply criticizes the Center over dealing with Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X