For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঁড়ারে টানা, একাধিক রাজ্যে টিকাকরণ নিয়ে উ্দ্বেগের মাঝে কী বলছে কেন্দ্র ?

ভাঁড়ারে টানা, একাধিক রাজ্যে টিকাকরণ নিয়ে উ্দ্বেগের মাঝে কী বলছে কেন্দ্র ?

  • |
Google Oneindia Bengali News

করোনাকে বাগে আনতে টিকাকরণে জোর বাড়াচ্ছে কেন্দ্র। এদিকে করোনা মোকাবিলায় নতুন পদ্ধতির বিষয়ে আলোচনায় গতকালই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ইতিমধ্যেই একাধিক রাজ্যে টিকা ভাঁড়ারে টান পড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে। টিকাকরণ থমকেছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো একাধিক রাজ্যে।

টিকা নিলেন ৯ কোটি মানুষ

টিকা নিলেন ৯ কোটি মানুষ

এদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে ৯ কোটি ৪০ লক্ষ ৯৬ হাজার ৬৮৯ জনরে করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে। তার মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৮৯ লক্ষ ৭৪ হাজার ১২২ জন স্বাস্থ্যকর্মী। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ লক্ষ ৪৮ হাজার ২০৬ স্বাস্থ্য কর্মী। এদিকে বৃহঃষ্পতিবার সন্ধ্যা থেকেই একাধিক রাজ্য টিকা শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রের কাছে একাধিক দাবি দাওয়া রাখতে শুরু করেছে।

 উদ্বেগের কারণ নেই, বলছে স্বাস্থ্য মন্ত্রক

উদ্বেগের কারণ নেই, বলছে স্বাস্থ্য মন্ত্রক

যদিও এখনই টিকা নিয়ে বিশেষ উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের ভাঁড়ারে এখনও প্রায় ৪ কোটি ৩০ লক্ষ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মজুত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে। এদিকে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এখনও পর্যন্ত গোটা দেশে ৩ কোটি ৭৪ লক্ষ ৯৫ হাজার ৪৩৫ জন ষাটোর্ধ ব্যক্তি টিকার প্রথম ডোজ পেয়েছেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩৫ লক্ষ ১ হাজার ৬৬৪ জন।

টিকা উৎসবের ডাক মোদীর

টিকা উৎসবের ডাক মোদীর

এদিকে টিকাকরণে গতি আনার লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে টিকা উৎসব করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মোদী। টিকার প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিন পর বৃহস্পতিবার দিল্লির এইমসেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষাটোর্ধ্বদের টিকাকরণ শুরুর প্রথম দিন অর্থাৎ ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদী।

 ভাঙছে দৈনিক আক্রান্তের রেকর্ড

ভাঙছে দৈনিক আক্রান্তের রেকর্ড

এদিকে দৈনিক করোনা সংক্রমণে ফের নয়া রেকর্ড গোটা দেশে। এই নিয়ে চারদিন পর পর এক লক্ষ সংক্রমণের গণ্ডি পার করল ভারত। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন। যা গতকালের থেকে আরও ৫ হাজার বেশি। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। মৃত্যু হয়েছে ৭৮০ জনের। শুক্রবার দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন।

একাধিক রাজ্যে করোনা টিকার আকাল, রফতানি বন্ধের দাবিতে মোদীর উদ্দেশে প্রশ্নবাণ রাহুলের একাধিক রাজ্যে করোনা টিকার আকাল, রফতানি বন্ধের দাবিতে মোদীর উদ্দেশে প্রশ্নবাণ রাহুলের

English summary
Concerns are growing about coronavirus vaccination in more than one state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X