For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইন প্রতারক সংস্থার শিকার ৭ লক্ষ মানুষের ৩ হাজার ৭০০কোটি টাকা, ঘটনায় ধৃত ৩

উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর জালে এবার ধরা পড়ল অনলাইন ট্রেডিং-এর ভুয়ো সংস্থার ৩ সদস্য। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা ৭ লক্ষ মানুষকে প্রতারণা করে হাতিয়েছে ৩,৭০০ কোটি টাকা।

  • |
Google Oneindia Bengali News

নয়ডা, ৩ ফেব্রুারি : উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর জালে এবার ধরা পড়ল অনলাইন ট্রেডিং -এর ভুয়ো সংস্থার ৩ সদস্য। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা ৭ লক্ষ মানুষকে প্রতারণা করে হাতিয়েছে ৩,৭০০ কোটি টাকা।

জানা যায়, এরা মূলত অনলাইনে সোস্যাল মিডিয়ার মাধ্যমে টাকা লুটে নেওয়ার চক্র চালাত। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টে লাইক করলেই মিলবে টাকা। এই টোপ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়ে কয়েক হাজার কোটি টাকার প্রতারণা করল নয়ডার একটি ভুয়ো কোম্পানি। ঘটনায় গ্রেফতার হয়েছে, সংস্থার মালিক গাজিয়াবাদের অভিনব মিত্তল,তার দুই সহযোগী মহেশ দয়াল ও শ্রীধর প্রসাদ।

অনলাইন প্রতারক সংস্থার শিকার ৭ লক্ষ মানুষের ৩ হাজার ৭০০কোটি টাকা, ঘটনায় ধৃত ৩

অভিযুক্ত সংস্থা অ্যাব্লেজড ইনফো সলিউশন লিমিটেড-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও বাজেয়াপ্ত করে দিয়েছে পুলিশ। এসটিএফ-এর তরফে পুলিশের সিনিয়র সুপারিন্টেডেন্ট অমিত পাঠক জানান, ওই অ্যাকাউন্টগুলিতে ৫০০ কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন অমিত পাঠক।

এখনও পর্যন্ত অনলাইনের ব্যবসায় সবচেয়ে বড় টাকা তছরুপের ঘটনা এটিই বলে মনে করা হচ্ছে। এসটিএফ-এর তরফে পুলিশের সিনিয়র সুপারিন্টেডেন্ট অমিত পাঠক জানান এই ভুয়ো সংস্থা ঠিক কত টাকার টোপ দিয়ে টাকা হাতিয়েছে তা নিয়ে আরও তদন্ত চলবে।

English summary
Three members of a Noida-based fraud company were arrested by the Uttar Pradesh Police’s Special Task Force (STF) on Thursday for duping 7 lakh people of over Rs 3,700 crore in one of the biggest online trading scams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X