For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তিন তলাক' নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র ?

উত্তরপ্রদেশের নির্বাচন মিটলেই, 'তিন তালাক' নিয়ে নিষেধাজ্ঞার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

লখনউ, ৬ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের নির্বাচন মিটলেই, 'তিন তালাক' নিয়ে নিষেধাজ্ঞার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি 'তালাক' ইস্যুতে সমাজবাদী পার্টি ,কংগ্রেস, বিএসপিকে নিজের অবস্থান স্পষ্ট করার কথাও জানিয়েছেন তিনি।

গাজিয়াবাদে এক সাংবাদিক বৈঠকে গোটা বিষয় সম্পর্কে বক্তব্য রাখতে গিয়েবিশঙ্কর প্রসাদ বলেন, এটি ধর্মীয় বিষয়ের উর্দ্ধে। এক্ষেত্রে মহিলাদের সম্মানই বড় কথা। তার চেয়ে বড় কোনও জিনিস থাকতে পারেনা। এদিন তিনি এও জানান, খুব শিগিগিরই তিন তালাকের বিষয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

'তিন তলাক' নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র ?

এদিনের সাংবাদিক বৈঠকে,কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট করে দেন যে কেন্দ্র সামাজিক নেতিবাচক প্রথা গুলিকে বন্ধ করতে বদ্ধ পরিকর। পাশাপাশি তিনি বলেন,মহিলা সম্মান রক্ষার্থে তাঁরা এরকম যেকোনও পদক্ষেপ নিতে পিছপা হবেননা। এছাড়াও তিনি বলেন, সরকার মানুষের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।

এছাড়াও দেশে মহিলা সম্মান রক্ষা প্রসঙ্গে , রবিশঙ্কর প্রসাদের দাবি, 'আমরাই একমাত্র রাজনৈতিক দল ‌যারা মহিলাদের সম্মান করে। অন্য রাজনৈতিক দলগুলি মহিলাদের সম্মান তো করেই না, তাদের পদে বসাতেও অস্বীকার করে।' প্রসঙ্গত, কিছুদিন আগে থেকেই 'তিন তলাক'-সম্পর্কীয় বিতর্ক দানা বেঁধেছে ভারতীয় রাজনীতিতে।

English summary
The Centre is likely to take “a major step” to ban triple talaq after the ongoing Assembly polls, Union Law Minister Ravi Shankar Prasad has said and dared the Samajwadi Party, Congress and BSP to make clear their stand on the contentious issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X