For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের কোন রাজ্যে কটা কোভিড ১৯-এর রেড, অরেঞ্জ, গ্রিনজোন! একনজরে কেন্দ্রের হিসাব

Google Oneindia Bengali News

কোরোনা ভাইরাসে সংক্রমিত ভারতের প্রায় প্রতিটি কোণ৷ দেশের যে অংশগুলি কোরোনা ভাইরাসে বেশি প্রভাবিত, সেই স্থানগুলি চিহ্নিত করা হয়েছে হটস্পট জোন হিসাবে৷ মোট ২৫টি রাজ্যের ১৩০টি জেলা হটস্পট বা রেড জোন হিসাবে চিহ্নিত৷

পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ২ মে

পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ২ মে

এই পরিস্থিতিতে ৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তার পরে কী হবে দেশে। ইঙ্গিত মিলেছে গ্রিন জোনে স্বাভাবিক করা হতে পারে জনজীবন। বাকি এলাকায় বহাল রাখা হতে পারে লকডাউন। যদিও ২ মে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী।

একাধিক জোনে ভাগ করা হয়েছে দেশকে

একাধিক জোনে ভাগ করা হয়েছে দেশকে

করোনা সংক্রমণ নিয়ে একাধিক জোনে ভাগ করা হয়েছে গোটা দেশকে। তারমধ্যে গ্রিন জোন হচ্ছে সবচেয়ে নিরাপদ এলাকা। যে এলাকায় করোনা সংক্রমণ একেবারেই ছড়ায়নি সেই এলাকাকেই গ্রিনজোনের মধ্যে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে ৩ মে-র পর এই গ্রিনজোনে জনজীবন স্বাভাবিক করা হবে।

দেশে রেড ছাড়াও ২৮৪টি অরেঞ্জ ও ৩১৯টি গ্রিনজোন রয়েছে

দেশে রেড ছাড়াও ২৮৪টি অরেঞ্জ ও ৩১৯টি গ্রিনজোন রয়েছে

এরই মধ্যে গত কয়েকদিনে ভারতে করোনা পরিস্থিতি বেশ শুধরেছে। গত ১৪ দিনে হটস্পট জেলা ১৭০ থেকে ১৩০-এ নেমে এসেছে। তবে এই সময়েই গ্রিন জোনের সংখ্যাও ৩২৫ থেকে কমে ৩১৯ হয়েছে। এছাড়া অরেঞ্জ জোন রয়েছে ২৮৪টি। একনজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কটা করে রেড জোন।

উত্তর ভারতের জোনগুলি

উত্তর ভারতের জোনগুলি

উত্তরপ্রদেশে ১৯টি রেড জোন, ৩৬টি অরেঞ্জ জোন ও ২০টি গ্রিন জোন রয়েছে। হিমাচল প্রদেশএ কোনও রেড জোন নেই। সেই রাজ্যে ৬টি করে গ্রিন ও অরেঞ্জ জোন রয়েছে। জম্মু ও কাশ্মীরে ৪টি রেড জোন, ১২টি অরেঞ্জ জোন ও ৪টি গ্রিন জোন রয়েছে। লাদাখে রয়েছে দুটি অরেঞ্জ জোন। উত্তরাখণ্ডে রয়েছে ১টি রেড জোন, ২টি অরেঞ্জ জোন ও ১০টি গ্রিন জোন। হরিয়াণায় ২টি রেড জোন, ১৮টি অরেঞ্জ জোন ও ২টি গ্রিন জোন রয়েছে। দিল্লিতে ১১টির সবকটি রেড জোন। চণ্ডীগড় পুরোটাই রেড জোন। পাঞ্জাবে ৩টি রেড জোন, ১৫টি অরেঞ্জ জোন ও ৪টি গ্রিন জোন রয়েছে।

পশ্চিম ভারত

পশ্চিম ভারত

গুজরাতে ৯টি রেড জোন, ১৯টি অরেঞ্জ জোন ও ৫টি গ্রিন জোন রয়েছে। গোয়াতে দুটোই গ্রিন জোনের অন্তর্গত। মহারাষ্ট্রে ১৪টি রেড জোন, ১৬টি অরেঞ্জ জোন ও ৬টি গ্রিন জোন রয়েছে। রাজস্থানে ৮টি রেড জোন, ১৯টি অরেঞ্জ জোন ও ৬টি গ্রিন জোন রয়েছে। মধ্যপ্রদেশে ৯টি রেড জোন, ১৯টি অরেঞ্জ জোন ও ২৪টি গ্রিন জোন রয়েছে। ছত্তিসগড়ে ১টি রেড জোন, ১টি অরেঞ্জ জোন ও ২৫টি গ্রিন জোন রয়েছে।

দক্ষিণ ভারত

দক্ষিণ ভারত

কেরলে ২টি রেড জোন, ১০টি অরেঞ্জ জোন ও ২টি গ্রিন জোন রয়েছে। কর্নাটকে ৩টি রেড জোন, ১৩টি অরেঞ্জ জোন ও ১৪টি গ্রিন জোন রয়েছে। তেলাঙ্গানায় ৬টি রেড জোন, ১৮টি অরেঞ্জ জোন ও ৯টি গ্রিন জোন রয়েছে। তামিলনাড়ুতে ১২টি রেড জোন, ২৪টি অরেঞ্জ জোন ও ১টি গ্রিন জোন রয়েছে। অন্ধ্রপ্রদেশে ৫টি রেড জোন, ৭টি অরেঞ্জ জোন ও ১টি গ্রিন জোন রয়েছে। পুদুচেরিতে একটি অরেঞ্জ ও বাকি সব গ্রিন জোন। আন্দামান দ্বীপপুঞ্জে ১টি রেড ও বাকি দুটি গ্রিন জোন।

পূর্ব ভারত

পূর্ব ভারত

পশ্চিমবঙ্গে ১০টি রেড জোন, ৫টি অরেঞ্জ জোন ও ৮টি গ্রিন জোন রয়েছে। বিহারে ৫টি রেড জোন, ২০টি অরেঞ্জ জোন ও ১৩টি গ্রিন জোন রয়েছে। ওড়িশাতে ৩টি রেড জোন, ৬টি অরেঞ্জ জোন ও ২১টি গ্রিন জোন রয়েছে। ঝাড়খণ্ডে ১টি রেড জোন, ১৯টি অরেঞ্জ জোন ও ১৪টি গ্রিন জোন রয়েছে।

উত্তর-পূর্ব ভারত

উত্তর-পূর্ব ভারত

ত্রিপুরায় কোনও রেড জোন নেই। তবে সেখানে ২টি অরেঞ্জ জোন আছে। এছাড়া বাকি ৬টি গ্রিন জোন রয়েছে সেখানে। সিক্কিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড সবকটি জোনই গ্রিন। মেঘালয়ে একটি অরেঞ্জ জোন রয়েছে। এছাড়া অসমে ৩টি অরেঞ্জ জোন ও ৩০টি গ্রিন জোন রয়েছে।

English summary
statewise numbers of covid 19 red-green-orange zone in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X