For Quick Alerts
For Daily Alerts
এক অপরকে টক্কর দিচ্ছে মহারাষ্ট্র ও কেরল, কোন রাজ্যে কত করোনা আক্রান্ত? দেখুন একনজরে
দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ নামক এই মারণ ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ২৫০০ জন। কয়েকজন বিদেশী সহ প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ জন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লকডাউনের সিদ্ধান্তেও সংক্রমণ ছড়ানো কমছে না দেশে। বরং দেশের প্রতিটি রাজ্যেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে কতজন করোনা আক্রান্ত রয়েছেন এই মুহূর্তে...

যেই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ২০০ থেকে ৩০০
- মহারাষ্ট্র - ৩৩৫, মৃত ১৬
- তামিলনাড়ু -৩০৯, মৃত ১
- কেরল - ২৮৬,মৃত ২
- দিল্লি - ২১৯, মৃত ৪

যেই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি
- রাজস্থান - ১৩৩, মৃত ১ বিদেশী
- অন্ধ্রপ্রদেশ - ১৩২, মৃত ১
- কর্নাটক - ১২৪, মৃত ৩
- উত্তরপ্রদেশ - ১১৩, মৃত ২
- তেলাঙ্গানা - ১০৭, মৃত ৩

যেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০ থেকে ৯৯
- মধ্যপ্রদেশ - ৯৯, মৃত ৬
- গুজরাত - ৮৭, মৃত ৭
- জম্মু ও কাশ্মীর - ৭০, মৃত ২
- পশ্চিমবঙ্গ - ৫৩, মৃত ৩
- পাঞ্জাব - ৪৬, মৃত ৪
- হরিয়ানা - ৪৩

যেই রাজ্যগুলিতে পরকোপ বাড়ছে ধীরে ধীরে
- বিহার - ২৪, মৃত ১
- চণ্ডীগড় - ১৮
- অসম - ১৬
- লাদাখ - ১৩
- আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ - ১০
- উত্তরাখণ্ড - ১০

যেই রাজ্যগুলিতে এখনও প্রবল নয় করোনা থাবা
- ছত্তিসগড় - ৯
- হিমাচলপ্রদেশ - ৬
- গোয়া - ৬
- ওড়িশা - ৫
- পুদুচেরি - ৩
- ঝাড়খণ্ড - ২
- মণিপুর - ২
- অরুণীচলপ্রদেশ - ১
- মিজোরাম - ১