For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বিজেপি শাসিত রাজ্যগুলি দেশকে পিছিয়ে দিচ্ছে, অভিযোগ খোদ নীতি আয়োগের

কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগ গুরুতর অভিযোগ আনল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের বিরুদ্ধে। অভিযোগ, এই রাজ্যগুলি দেশকে পিছিয়ে দিচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগ গুরুতর অভিযোগ আনল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের বিরুদ্ধে। অভিযোগ, এই রাজ্যগুলি দেশকে পিছিয়ে দিচ্ছে। সামাজিক মাপকাঠিতে এই রাজ্যগুলির পিছিয়ে থাকাই যে দেশের অগ্রগতির পথে বাধা তা নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত এককথায় স্বীকার করে নিয়েছেন।

এই বিজেপি শাসিত রাজ্যগুলি দেশকে পিছিয়ে দিচ্ছে, অভিযোগ খোদ নীতি আয়োগের

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আবদুল গফফর খান স্মৃতি বক্তৃতায় ভাষণ দিতে গিয়ে অমিতাভ কান্ত এই অভিযোগ করেছেন। বলেছেন, ব্যবসার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ভারত অনেক এগিয়ে গেলেও মানব উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে।

১৮৮টি দেশের মধ্যে মানব উন্নয়ন সূচকে ভারত ১৩১ নম্বরে রয়েছে। নীতি আয়োগ সিইও বলেন, দক্ষিণ ভারত ও পশ্চিম ভারত দ্রুতলয়ে উন্নতি করছে। ফলে সামগ্রিকভাবে দেশের উন্নতি করতে গেলে পিছিয়ে পড়া অংশের উন্নতি আগে করা প্রয়োজন।

শিক্ষা ও স্বাস্থ্য এই দুই ক্ষেত্রে ভারত পিছিয়ে রয়েছে। শিক্ষাক্ষেত্রে একজন পঞ্চম শ্রেণির পড়ুয়া দ্বিতীয় ক্লাসের অঙ্ক করতে পারে না। নিজের মাতৃভাষায় বই পড়তে পারে না। সদ্যজাত মৃত্যুর হার অনেক বেশি। এগুলিতে উন্নতি করতে না পারলে সার্বিক উন্নতি করা কঠিন।

গত মাসে নীতি আয়োগ একটি নতুন উদ্যোগ নিয়েছে। যার মাধ্যমে দেশের ১০১টি পিছিয়ে পড়া জেলাকে ধরে উন্নত করার চেষ্টা হচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে জেলাগুলি আগে উঠে এলে দেশের সামগ্রিকভাবে উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

English summary
NITI Aayog CEO Amitabh Kant said that the reason why India is backward is because of the states like Bihar, Uttar Pradesh, Chattisgarh, Madhya Pradesh and Rajasthan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X