For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যাবিনেট মন্ত্রী ইস্তফার পর, আইপি সিং টুইট করে বিঁধলেন বিজেপিকে

ক্যাবিনেট মন্ত্রী ইস্তফার পর, আইপি সিং টুইট করে বিঁধলেন বিজেপিকে

  • |
Google Oneindia Bengali News

আজ মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর ইস্তফা দিলেন রাজ্যের শ্রম, কর্মসংস্থান এবং সমন্বয় মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। সেই সঙ্গে ত্যাগ করেছেন আরও ৩ বিজেপি বিধায়ক।

ক্যাবিনেট মন্ত্রী ইস্তফার পর, আইপি সিং টুইট করে বিঁধলেন বিজেপিকে

সমাজবাদী পার্টির মুখপাত্র আইপি সিং টুইট করে বলেন, সমাজবাদী পার্টির সাথে আছেন ওমপ্রকাশ রাজভর জি, জয়ন্ত চৌধুরী জি, রাজমাতা কৃষ্ণ প্যাটেল জি, সঞ্জয় চৌহান জি এবং স্বামীপ্রসাদ মৌর্য জি। আমি বিজেপির সদর দফতর স্বতন্ত্রদেব সিংজিকে উপহার হিসাবে একটি তালা পাঠিয়েছি। , ১০ মার্চের গণনার পর এটি ব্যবহার করবেন। এটি একটি ঢেউ নয়, এটি একটি এসপি ঝড়।" তিনি বিজেপির স্বতন্ত্র দেব সিংকে উদ্দেশ্য করে কথাটি বলেন।

স্বামী প্রসাদ মৌর্যের দাবি করে বলেন, তিলহারের বিধায়ক রোশন লাল ভার্মা, বিলহাউরের বিধায়ক ভগবতী প্রসাদ সাগর এবং তিন্দওয়ারির বিধায়ক ব্রজেশ প্রজাপতি রয়েছেন। রোশন লাল ভার্মাও এই বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য মঙ্গলবার টুইটারে পদত্যাগপত্র পোস্ট করেন। চিঠিতে তিনি বলেছেন, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের দ্বারা দলিত, কৃষক, ছোট, মাঝারি ব্যবসা এবং বেকার যুবকদের প্রতি অবহেলার অভিযোগ করেছেন তিনি।

মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পদত্যাগপত্র পোস্ট করার কয়েক মিনিট পরেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নেতার সাথে একটি ছবিও তিনি টুইট করেছেন। তারপর সমাজবাদী পার্টিতে স্বাগত জানানো হয়।

অখিলেশ যাদব বলেন, 'মৌর্য সর্বদা ন্যায়ের পক্ষে ছিলেন। সেই সঙ্গে জনসাধারণের মধ্যে একজন পরিচিত মুখ। আমি তাকে ও অন্য সমস্ত নেতা, কর্মী এবং সমর্থকদের সমাজবাদী পার্টিতে স্বাগত জানাই’। এঘটনা বিজেপির কাছে একটা বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। ৭ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৭ দফায় ভোট অনুষ্ঠিত হবে। ১০ মার্চ ভোট গণনা হবে।

English summary
On Tuesday, Uttar Pradesh minister Swami Prasad Maurya posted his resignation on Twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X