For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুষদের রাজ্য, তাই রাজস্থান ধর্ষণে পয়লা নম্বরে, বিধানসভায় মন্ত্রীর মন্তব্যে নিন্দার ঝড়

পুরুষদের রাজ্য, তাই রাজস্থান ধর্ষণে পয়লা নম্বরে, বিধানসভায় মন্ত্রীর মন্তব্যে নিন্দার ঝড়

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক নারী দিবসের রেশ কাটতে না কাটতেই পুরুষতান্ত্রিক সমাজের কদর্য মুখ বেরিয়ে এল। তাও আবার বিধানসভার মধ্যে। রাজস্থানের সংসদীয় বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল বুধবার বিধানসভায় সগর্বে বললেন, '‌রাজস্থান পুরুষদের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর।’‌ মন্ত্রীর এহেনও মন্তব্য প্রকাশ্যে আসার পর নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে।

পুরুষদের রাজ্য, তাই রাজস্থান ধর্ষণে পয়লা নম্বরে, বিধানসভায় মন্ত্রীর মন্তব্যে নিন্দার ঝড়


রাজস্থান বিধানসভায় শান্তি ধারিওয়াল বুধবার বলেন, '‌আমরা ধর্ষণে এক নম্বরে। এটাতে কোনও সন্দেহ নেই যে আমরা কেন ধর্ণষ মামলায় এগিয়ে রয়েছি?‌ রাজস্থান পুরুষদের রাজ্য।’‌ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর দেখা গিয়েছে যে ধারিওয়াল যন এই মন্তব্য করছিলেন কিছু বিধায়ক বিধানসভায় বসে হেসে গড়াগড়ি খাচ্ছেন। শান্তি ধারিওয়ালের ধর্ষণ নিয়ে এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। রাজস্থানের বিজেপি প্রধান সতীশ পুনিয়া, মুখপাত্র শেহজাদ ও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মন্ত্রীর নিন্দায় সরব হয়েছেন।

রাজস্থান বিধানসভায় শান্তি ধারিওয়ালের ভাষণের ক্লিপ শেয়ার করে শেহজাদ ধারিওয়ালের মন্তব্যকে, 'জঘন্য, বিরক্তিকর কিন্তু তিনি অবাক নন’‌ জানিয়েছেন। তিনি ধারিওয়ালকে '‌ধর্ষণকে বৈধতা’‌ দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, '‌রাজস্থানের মন্ত্রীসভার মন্ত্রীরা হাসছেন এবং মন্ত্রী বলছেন যে এই রাজ্য পুরুষদের বলে ধর্ষণে এক নম্বরে রয়েছে রাজস্থান। ধর্ষণকে বৈধতা দেওয়া হচ্ছে এ ধরনের মন্তব্য করে।’

সতীশ পুনিয়া শান্তি ধারিওয়ালকে মহিলাদের অপমান করার পাশাপাশি পুরুষদের সম্মানকেও খাটো করেছেন বলে জানান। বুধবার টুইটে পুনিয়া বলেন, '‌ধর্ষণ ও পুরুষের নামে নারীদের অপমানে রাজ্য এক নম্বর হওয়ার নির্লজ্জ স্বীকারোক্তি শুধু রাজ্যের নারীদেরই অপমান নয়, পুরুষের মর্যাদাও ক্ষুন্ন করেছে।‌

প্রিয়াঙ্কা গান্ধীজি এখন আপনি কি বলবেন, কি করবেন আপনি?‌’‌ অন্যদিকে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা টুইটে বলেন, 'রাজস্থান সরকারের এই জাতীয় মন্ত্রী রয়েছে যে কারণে রাজ্যের মহিলারা ভয়াবহ লিঙ্গ অপরাধের শিকার হচ্ছেন এবং পুলিশ কিছুই করছে না। এই ধরনের মন্ত্রী থাকলে রাজ্যের মহিলারা কীভাবে নিরাপদ বোধ করবেন? ধারিওয়ালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে জাতীয় মহিলা কমিশন।’‌ ‌

English summary
state is number 1 for rape case controversial remarke made by rajasthan minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X