For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর, ৩ শতাংশ ডিএ-র সঙ্গে বাড়ল বেতন

সরকারি কর্মচারীদের জন্য মিলল সুখবর। আবার তিন শতাংশ ডিএ বাড়াল সরকার। ফলে বেতনও বাড়ল লাফিয়ে। নতুন বছর পড়তে না পড়তেই এই সুখবরে খুশির হাওয়া রাজ্য সরকারির কর্মচারী মহলে।

Google Oneindia Bengali News

সরকারি কর্মচারীদের জন্য মিলল সুখবর। আবার তিন শতাংশ ডিএ বাড়াল সরকার। ফলে বেতনও বাড়ল লাফিয়ে। নতুন বছর পড়তে না পড়তেই এই সুখবরে খুশির হাওয়া রাজ্য সরকারির কর্মচারী মহলে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার সুখ দিলেন। এবং বাড়িয়ে দিলেন ডিএ। ফলে দীর্ঘদিনের দাবি মিটল কর্মচারীদের।

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর, ৩ শতাংশ ডিএ-র সঙ্গে বাড়ল

সম্প্রতি বাংলার প্রতিবেশী রাজ্য বিহার সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।। ডিএ বাড়িয়েছে। ফলে রাজ্য সরকারিকর্মী ও পেনশনভোগীদের কাছে এটা বিরাট সুখবর। নীতীশ কুমারের বিহার সরকার কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধির ফলে বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন। কেন্দ্রের মতোই একই হারে তারা মহার্ঘ ভাতা পাবেন বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কর্মীরা জানুয়ারি ২০২২ থেকেই এই বর্ধিত ডিএ পাবেন। অর্থ দফতরের সুপারিশ মেনে ২০২২ সালের জানুয়ারি থেকে এই সুপারিশ অনুমোদন করেছে। বিহারের নীতীশ কুমার সরকার এই অনুমোদন দেওয়ায় রাজকোষে চাপ বাড়বে বেশ খানিকটা। সরকার সূত্রে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ১১৩৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করতে হবে।

এদিন শুধু ডিএ নিয়েই সিদ্ধান্ত হয়নি, আর বেশ কিছু বিষয় নিয়ে সরকারি সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের অপেক্ষায় ছিল ডিএ-সহ নানা আরও বেশ কিছু বিষয়। সেই অনুমোদন মিলেছে এদিন মন্ত্রিসভার বৈঠকে। বিভিন্ন এজেন্সিকে এদিন কয়লা সংক্রান্ত কাজের ব্যাপারে নিশ্চিত করেছে বিহারের সরকার। এই সমস্ত সংস্থাকে কাজের জন্য তিন বছর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। এছাড়া কয়লাসংক্রান্ত কাজের জন্য জিনিসপত্র পরিবহনের জন্য ইতিমধ্যে ৪৩ কোটি টাকা ধার্য করা হয়েছে।

এছাড়া মুম্বইয়ে অবস্থিত বিনিয়োগ কার্যালয়ের খরচের জন্য ৩ কোটি ২৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই বিনিয়োগ বলে জানানো হয়েছে। বিহারের নীতীশ কুমরা সরকার এদিনের মন্ত্রিসভার বৈঠকে মোট ১৪টি বিষয়ে সিলমোহর দিয়েছে।

আর এর মধ্যে একটি তাৎপর্পূর্ণ বিষয় হল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে পাস হয়ে গিয়েছে নতুন আবগারি নীতিও। এই আবগারি নীতি মঞ্জুর করে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমবার মদ্যপান কতে গিয়ে কেউ ধরা পড়লে তাঁর থেকে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

English summary
State government decides to increases 3 percent DA for government employees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X