পুরভোট নিয়ে সরকারকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন! সময় নিয়ে জল্পনা তুঙ্গে
২০২০-র মে-জুন মাসে রাজ্যের ৯১ টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই এই পুরসভাগুলির ভোটের ব্যাপারে জানতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশন কয়েকদিন আগেই এই চিঠি দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরকে। সূত্রের আরও খবর, এইসব পুরসভায় ভোট হতে পারে এপ্রিল মাসে। গতবছরেই অবশ্য ১৭ টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও সেগুলিতে এখনও নির্বাচন হয়নি। ২০২০ সাল নাগাদ সবমিলিয়ে ১১০ টি পুরসভার ভোট বকেয়া থাকবে।

সাধারণ ভাবে পুরসভাগুলির নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষের আগেই রাজ্য সরকারকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। কেননা কোনও পুরসভার ওয়ার্ডের কোনও বিন্যাসের প্রয়োজন কিংবা সংরক্ষণের বিষয়টি রাজ্য সরকারই দেখাশোনা করে। সেই জন্য কমিশন চিঠি দেয়। এবারে সেরকমই করা হয়েছে।
উল্লেখযোগ্য যেসব পুর কর্পোরেশনের মেয়াদ মে-জুনে শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছে, কলকাতা, চন্দননগর, শিলিগুড়ি। এছাড়াও আসানসোল এবং বিধাননগর পুরসভার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। এই সময়ের মধ্যে যেসব পুরসভার মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে রয়েছে, উত্তর ২৪ পরগনার ২২ টি, নদিয়ার ৮টি, মুর্শিদাবাদের ছটি এবং হুগলির ১৩ টি।
তবে গত বছরে প্রায় ১৭ টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও সেগুলিতে এখনও নির্বাচন হয়নি। যার মধ্যে রয়েছে হাওড়া। এই পুরসভাগুলির ওয়ার্ডের পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ শেষ হয়েছে। বর্তমানে পুরসভাগুলির কাজ পরিচালনা করছেন প্রশাসক।