For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে মোক্ষম আঘাত, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান খোদ প্রদেশ সভাপতির

ভোটের মুখে জোর ধাক্কা কংগ্রেসে। খোদ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিই দল ছাড়লেন প্রার্থী ঘোষণার পর।

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে জোর ধাক্কা কংগ্রেসে। খোদ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিই দল ছাড়লেন প্রার্থী ঘোষণার পর। শুধু দলই ছাড়লেন না, যোগ দিলেন বিজেপি শিবিরে। কংগ্রেস ছেড়ে ঘরে ফিরলেন ছত্তিশগঢ় কংগ্রেসের কার্যকরী সভাপতি রামদয়াল উইকে। হঠাৎ দলের ভাঙনে কংগ্রেস বিপাকে পড়ে গেল ঠিক বিধানসভা নির্বাচনের আগে। বিজেপি উচ্ছ্বসিত ভোটের আগেই কংগ্রেসকে মোক্ষম ধাক্কা দিয়ে।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান খোদ প্রদেশ সভাপতির

রামদয়াল উইকে জনপ্রিয় নেতা, তার উপর আদিবাসী নেতা। ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের দায়িত্বেও তিনি। এহেন রামদয়াল উইকে বিধানসভার প্রার্থী ঘোষণার পর দল ছাড়ায় স্বভাবতই অস্বস্তিতে কংগ্রেস। রাজ্য কংগ্রেসকে ধাক্কা দিয়ে শনিবার বিলাসপুরে এক অনুষ্ঠানে তাঁকে বরণ করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহ।

রামদয়াল ২০০০ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তারপর তাঁর হাতেই রাজ্য কংগ্রেসের ভার ছিল। এখন তিনি কংগ্রেস ছেড়ে ফের ঘরে ফিরলেন। তাঁর এই ঘরওয়াপসিতে বিজেপি সভাপতি বেজায় খুশি। বিজেপি সভাপতি অমিত শাহ মনে করছেন রামদয়ালের আগমনে বিজেপি শক্তিশালী হবেই।

অনেক সমীক্ষায় এবার ছত্তিশগড়ে বিজেপিকে পিছিয়ে রেখেছিল। কিন্তু শেষ সময়ে ওস্তাদের মার দিয়ে ছত্তিশগড়ে দারুনভাবে লড়াইয়ে ফিরে এল বিজেপি। বিজেপির এখন লক্ষ্য ৬৫টি আসনে জয়লাভ করা। সেই লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। উল্লেখ্য, গতবার বিজেপি জিতেছিল ৪৯টি আসনে। কংগ্রেস পেয়েছিল ৩৯টি। বিএসপি ও নির্দল একটি করে আসনে জয়লাভ করে। এবার ৯০-এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসন পাওয়াই বিজেপিক টার্গেট।

রামদয়ালকে পেয়ে সেই লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছিল বিজেপি। বিজেপির লড়াই মজবুত হল। উল্টোদিকে কংগ্রেসের শক্তিক্ষয় হল। যদিও কংগ্রেসের প্রদেশ নেতা টিএস সিংদেও মনে করেন, কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। কংগ্রেসে সবসময় বিকল্প তৈরি থাকে। প্ল্যান বি তৈরিই থাকে। ওই কেন্দ্রে আমরা শক্তিশালী প্রার্থীই দেব। কংগ্রেসের প্রার্থী স্থির হয়ে যাবে দু-তিনদিনের মধ্যেই। এদিনই ছত্তিশগড়ে কংগ্রেসে যোগদান করেন বিশিষ্ট সাংবাদিক রুচির গর্গ। তিনি হিন্দি দৈনিক নবভারতের সম্পাদক ছিলেন। উল্লেখ্য, ছত্তিশগড়ে দু-দফায় ভোট হচ্ছে ১২ ও ২০ নভেম্বর।

English summary
State Congress President of Chattishgarh joins in BJP leaving Congress. He leaves Congress before Assembly election. So Congress is in very much trouble in State.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X