এবার আর হোলিতে অনুষ্ঠান নয়,হবে প্রচার!রোগ চাপে না বিজেপি সরকার, করোনা নিয়ে মমতাকে বার্তা মুকুলের
দেশ জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন হোলির মিলন অনুষ্ঠানে যাবেন না। বিজেপির সভাপতি জেপি নাড্ডা রাজ্য সভাপতিদের নির্দেশ দিয়ে বলেছিলেন হোলি উপলক্ষে কোনও অনুষ্ঠান করা যাবে না। এবার সেই নির্দেশ অনুসরণ করেই রাজ্য বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল, করোনা ভাইরাসের কারণে দোলে কোনও অনুষ্ঠান করা হবে না।

সচেতনতা প্রচারে রাজ্য বিজেপি
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার দোল খেলবেন না তাঁদের কোনও নেতা। তবে তারা করোনা ভাইরাস নিয়ে প্রচারে অংশ নেবেন।

মুকুল রায়ের আক্রমণ মমতাকে
বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করা প্রয়োজন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি তৎপর কেন্দ্রও। তাঁরা প্রচারে অংশ নেবেন। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি সরকার ডেঙ্গির মতো রোগকে চেপে রাখে না।

মমতার খোঁচা
এদিন বুনিয়াদপুর এবং মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দিল্লির ঘটনা ভুলানোর জন্য করোনা করোনা করা হচ্ছে। তিনি বলেন, দিল্লিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের কারও করোনা বা ডেঙ্গু হয়নি। সুস্থ মানুষগুলোকে জ্যান্ত মেরে দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি। দিল্লির হিংসায় এখনও ৭০০ জন নিখোঁজ বলেও অভিযোগ করেছেন তিনি।


ভারতে সংক্রমণ ২৮ জনের শরীরে
সারা দেশে কমপক্ষে ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রা। তবে এঁদের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক এবং বাকি ১৬ জন ইতালির। করোনা পরীক্ষার জন্য ইরানে একটি ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র। ইরান সরকার অনুমতি দিলেই কাজটি করা হবে বলে তিনি জানিয়েছেন।