For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ অনুষ্ঠানের মাধ্যমেই আগামীকাল দ্বিখণ্ডিত হবে জম্মু–কাশ্মীর, সিদ্ধান্ত কেন্দ্রের

সাধারণ অনুষ্ঠানের মাধ্যমেই আগামীকাল দ্বিখণ্ডিত হবে জম্মু–কাশ্মীর, সিদ্ধান্ত কেন্দ্রের

Google Oneindia Bengali News

৩১ অক্টোবর, বৃহস্পতিবার দ্বিখণ্ডিত হচ্ছে জম্মু ও কাশ্মীর। ওইদিন কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৫ আগস্ট বিজেপি শাসিত সরকার উপত্যকার ওপর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেয়। বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি উপত্যকাকে দুটি কেন্দ্রশাসিত রাজ্যে ভাগও করে দেয়। যার একটি হল জম্মু–কাশ্মীর ও অপরটি হল লাদাখ।

সাধারণ অনুষ্ঠানের মাধ্যমেই আগামীকাল দ্বিখণ্ডিত হবে জম্মু–কাশ্মীর, সিদ্ধান্ত কেন্দ্রের


জম্মু–কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সরকারি দফতর ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রশাসিত রাজ্যেও তাঁরা তাঁদের পদেই বহাল থাকবেন। এখনও কোনও সংবাদমাধ্যমকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

তবে সূত্রের খবর, দুরদর্শন সহ নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমই এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পাবে। জানা গিয়েছে, কেন্দ্র দু’‌টি অনুষ্ঠান করবে। প্রথম অনুষ্ঠানটি হবে লে–তে। যেখানে প্রথম লেফটেন্যান্ট গর্ভনর (‌এল–জি)‌ হিসাবে শপথ নেবেন রাধা কৃষ্ণ মাথুর। একই ধরনের অনুষ্ঠান হবে শ্রীনগরের রাজ ভবনে।

এখানে গিরীশ চন্দ্র মুর্মু জম্মু–কাশ্মীরের এল–জি হিসাবে শপথ নেবেন। শপথ অনু্ষ্ঠান পরিচালনা করবেন উপত্যকার হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। রাজ্য প্রশাসনের কাছে এখনও স্পষ্ট নয় যে জম্মু–কাশ্মীর কেন্দ্রশাসিত হয়ে যাওয়ায় হাইকোর্টের প্রধান বিচারপতিকেও আবার শপথ গ্রহণ করতে হবে কিনা।

জম্মু–কাশ্মীরের আইন সচিব অচল শেঠি বলেন, '‌এই নির্দেশটি (‌প্রধান বিচারপতির শপথ)‌ কেন্দ্র সরকার থেকে আসবে। রাজ্যের পক্ষ থেকে এ ধরনের নির্দেশ জারি হতে পারে না। তবে এখনও পর্যন্ত এরকম কোনও নির্দেশ আসেনি।’‌ পুনর্গঠিত আইন অনুযায়ী জম্মু ও কাশ্মীর হাইকোর্ট উভয় কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই থাকবে। কেন্দ্র দু’‌টি কেন্দ্রশাসিত রাজ্যের জন্য আলাদা মুখ্য সচিব নিয়োগ করবে এবং লাদাখের জন্য নিয়োগ করা হবে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (‌আইজিপি)‌।

English summary
The state administration is not clear whether the Chief Justice will be asked to take the oath again as the State is being converted into a UT
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X