For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পর এমকে স্ট্যালিন, ট্যাবলো বাতিল নিয়ে ক্ষুব্ধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চিঠি মোদীকে

মমতার পর এমকে স্ট্যালিন, ট্যাবলো বাতিল নিয়ে ক্ষুব্ধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চিঠি মোদীকে

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ২৬ শে জানুয়ারির ট্যাবলো নিয়ে সোচ্চার হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাদের ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে রেড রোডে চালাবার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছেন।

কী লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী?

কী লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী?

এম কে স্ট্যালিন চিঠিতে লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এই চিঠিতে আমি জানাচ্ছি যে আগামী ২৬ জানুয়ারি আমার রাজ্যের ট্যাবলো দিল্লিতে চালানোর অনুমতি দিন, কারণ এটা রাজ্যের ও তার নাগরিকদের সম্মানের ব্যাপার। সেই কথা মাথায় রেখে এই আর্জি আপনার সামনে রাখছি।আপনি এর একটা বিহীত করুন'।

ঘটনা কেমন?

ঘটনা কেমন?

ঘটনা হল বাংলা যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানিয়ে ট্যাবলো বানিয়েছিল তামিলনাড়ুও তাদের রাজ্যের চার স্বাধীনতা সংগ্রামী চিদম্বরনর, রানী ভেলু নাচিয়ার, মারুতু ভ্রাতৃদ্বয়কে শ্রদ্ধা জানিয়ে। তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্র। এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই চিঠি দিয়েছেন।

ক্ষুব্ধ মমতার চিঠি

ক্ষুব্ধ মমতার চিঠি

এর আগে এই ঘটনা টানা দুই বছর ধরে ঘটছে বাংলার সঙ্গে। ছাব্বিশের অনুষ্ঠানে কেন্দ্র থাকতে দিচ্ছে না বাংলার ট্যাবলো। এই বছর যার বিষয় ছিল নেতাজি ও আইএনএ। ট্যাবলো বাতিল হতেই কেন্দ্রকে এ নিয়ে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজ একই ঘটনা নিয়ে চিঠি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্ৰী।

বাংলার বঞ্চনা

বাংলার বঞ্চনা

প্রসঙ্গত, এই বছর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। তাঁকে সম্মান জানাতে সুন্দর পরিকল্পনা করেছিল বাংলা। স্বাধীনতা আন্দোলনে সুভাষ চন্দ্র বসুর ভূমিকা, থ্রিডি নকশায় নেতাজির পতাকা উত্তলনের ছবির পাশাপাশি রবীন্দ্রনাথ , গান্ধীজি এবং আজাদ হিন্দের সঙ্গে নেতাজির ছবি দিয়ে ট্যাবলো সাজানোর কথা বলেছিল বাংলা। বাজত 'কদম কদম বাড়ায়েজাও'।

English summary
Mk Stalin letter to modi for 26th tableau
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X