For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্বের ভোটের জন্য তৈরি ছত্তিশগড়, ভাগ্য নির্ধারণ ৭২টি আসনে

ছত্তিশগড়ে মঙ্গলবার ফের ভোট হতে চলেছে দ্বিতীয় তথা শেষ দফায় ১৯টি জেলার ৭২টি আসনে।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে মঙ্গলবার ফের ভোট হতে চলেছে দ্বিতীয় তথা শেষ দফায় ১৯টি জেলার ৭২টি আসনে। এর আগে ১২ নভেম্বর ১৮টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার বড় পরীক্ষা হবে অজিত যোগীর জনতা দল কংগ্রেসের ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির জোটের। যোগীর দল ৫৫টি আসনে ও মায়াবতীর দল ৩৩টি আসনে প্রার্থী দিয়েছে।

হুমকি অগ্রাহ্য করে ভোট

হুমকি অগ্রাহ্য করে ভোট

আগের নির্বাচনগুলিতে বিজেপি দাপট দেখিয়ে এসেছে। তিনটি নির্বাচনের সবকটিতে জয় পেয়েছে। এবারও বিজেপি ও কংগ্রেস ৯০টি আসনেই প্রার্থী দিয়েছে। আগের ১৮টি কেন্দ্রে মাওবাদী প্রভাব সত্ত্বেও সত্তর শতাংশের বেশি ভোট পড়ছে। মাও হুমকি অগ্রাহ্য করে মানুষ ভোট দিয়েছেন প্রাণের ঝুঁকি নিয়ে। ভোটের দিন মাওবাদীরা সংঘর্ষে নিহতও হয়েছে। এত হিংসার মধ্যেও মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন।

বাকী রাজ্যে ভোট

বাকী রাজ্যে ভোট

এবার বাকী রাজ্যে হবে ভোট। সেখানের পরিস্থিতি আপাত শান্ত। তবে তৈরি রয়েছে সেনা। এবছর গতবারের থেকে ১০.৩৪ শতাংশ বেশি পোলিং স্টেশন তৈরি হয়েছে। সবমিলিয়ে মোট ২৩ হাজার ৬৩২টি। এবং ৯০টি বিধানসভা আসনের সব জায়গায় ১টি করে মহিলা পোলিং বুথ রাখা হয়েছে।

সকাল থেকে ভোটগ্রহণ

সকাল থেকে ভোটগ্রহণ

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সবমিলিয়ে মোট ১০৭৯জন প্রার্থী যার মধ্যে ৭২জন বিধায়কও রয়েছেন, তাঁদের ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটার রয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৮৫ হাজার ৯৮৩ জন। সবমিলিয়ে ১ লক্ষ নিরাপত্তা রক্ষী জওয়ানকে মোতায়েন করা হয়েছে।

রমরমা বিজেপির

রমরমা বিজেপির

৭২টি আসনের মধ্যে ৪৬টি সাধারণ ক্যাটেগরির জন্য, ৯টি তপশিলি জাতির জন্য, ১৭টি তপশিলি উপজাতি প্রার্থীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে গতবারের ভোটে বিজেপি ৪৩টি জিতেছিল, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২৭টি আসন। একটি বিএসপি ও একটি আসন নির্দল প্রার্থী জিতেছিল।

English summary
Stage set for final phase of Assembly Election in Chhattisgarh on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X