For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূস্বর্গ কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ২৬ ডিগ্রি! ডিসেম্বরের শুরুতেই কাশ্মীরের ডাল লেকের অবস্থা কেমন

তাপমাত্রা - ২৬ ডিগ্রি কার্গিলে! ডিসেম্বরের শুরুতেই কাশ্মীরের ডাল লেকের অবস্থা কেমন

  • |
Google Oneindia Bengali News

ডিসেম্বরের চেনা মেজাজে শীত বাংলায় কাঁপুনি ধরাতে না পারলেও, আপাতত কাশ্মীরে সাম্রাজ্য বিস্তার করেছে কনকনে ঠান্ডা! ভূস্বর্গ জম্মু ও কাশ্মীর রীতিমতো কাঁপছে ঠান্ডা। ইতিমধ্যেই সেখানের তাপমাত্রা পৌঁছে গিয়েছে শূন্য ডিগ্রির নিচে। একই অবস্থা লাদাখের কার্গিলেও। আপাতত বরফের চাদরে মুড়ে কাশ্মীর উপত্যকা শীতের চেনা রূপে নিজেকে ধরা দিয়েছে ডিসেম্বরের শুরু থেকেই।

তাপমাত্রার পারদ নেমেছে শূন্যের নিচে

তাপমাত্রার পারদ নেমেছে শূন্যের নিচে

কার্গিলের দ্রাস এলাকা আপাতত মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে ঠাণ্ডায় কেঁপে চলেছে। এদিকে, শ্রীনগরও আপাতত শীতলতম রাত উপভোগ করতে ব্যস্ত। আবহাওয়ার রিপোর্ট বলছে, জম্মুর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমতে শুরু করেছে। রাতের তাপমাত্রা আরও নামছে। তার কারণ হিসাবে উঠে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বরফ ঝড়, বৃষ্টিপাত আরও বাড়বে উপত্যকায়। শ্রীনগরের ভোর প্রতিদিন ঘুম ভেঙেই নিজেকে জড়িয়ে নিচ্ছে ঘন কুয়াশার চাদরে। আর এমন প্রকৃতির মায়াবী রূপের সঙ্গে বিশেষ কাশ্মীরি চা 'কাওয়া' মন মজিয়ে দিচ্ছে কাশ্মীরিদের!

জমছে ডাল লেক

জমছে ডাল লেক

এদিকে, বিখ্যাত ডাল লেক ধীরে ধীরে জমতে শুরু করেছে। শীতের ঠাণ্ডা যেন আপাদমস্তক জড়িয়ে নিয়েছে গোটা উপত্যকাকে। এমনকি খাওয়ার জলও কল থেকে পড়তেই তা বরফে রূপান্তরিত হচ্ছে। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর থেকে গোটা উপত্যকা দেখেছে প্রবল তুষারপাত।

কাতরাতে কনকনে শীত

কাতরাতে কনকনে শীত

বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রার পথে পড়ে কাতরা পূণ্যভূমি। সেখানেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৮.২ ডিগ্রিতে। সবমিলিয়ে আপাতত উপত্যকা চেনা ঘরানার শীতে নিজেকে মুড়েছে সাদা আস্তরণে।

English summary
Srinagar records season’s coldest night, temparature touches minus 26 degree .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X