For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর অনুষ্ঠানে চলল 'ঘুমর' গানের নাচ, হিন্দু ধর্মগুরুর প্রশংসা পেল 'পদ্মাবত', জানুন বিস্তারিত

একদিকে যেমন গেরুয়া শিবিরের বিরোধিতা, অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীকে কেন্দ্র করে অনুষ্ঠানে চলছে পদ্মাবত ছবির 'ঘুমর' গানের নাচ। অন্যদিকে হিন্দু ধর্মগুরুর প্রশংসা পাচ্ছে পদ্মাবতী।

  • |
Google Oneindia Bengali News

সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত', শ্যুটিং শুরুর সময় থেকেই রয়েছে চরম বিতর্কের মধ্যে। রাজস্থানের চিতোরগড়ের রানি পদ্মিনী, রাজা রতন সিং, ও দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির চরিত্র নিয়ে তৈরি এই ছবি নিয়ে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয় রাজপুত কার্নি সেনা। রাজস্থানের মেওয়ারের রাজপরিবারের সদস্যরাও এই প্রতিবাদে সামিল হন। সেন্সর বোর্ডের তরফে ছবির নাম সহ বহু পরিবর্তন করে, 'পদ্মাবতী' থেকে 'পদ্মাবত' হয়। আর একের পর এক সমস্ত যুদ্ধ জিতে শেষে রাজস্থান সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে নিষিদ্ধ হয়ে যায় 'পদ্মাবত '। যদিও সুপ্রিমকোর্টের নির্দেশে শুক্রবারই সেই নিষেধাজ্ঞা উঠে যায়।

[আরও পড়ুন:বিজেপি রাজ্যদের বুড়ো আঙুল, 'সুপ্রিম' মানদন্ডে উত্তীর্ণ পদ্মাবত ][আরও পড়ুন:বিজেপি রাজ্যদের বুড়ো আঙুল, 'সুপ্রিম' মানদন্ডে উত্তীর্ণ পদ্মাবত ]

তবে একদিকে যেমন গেরুয়া শিবিরের বিরোধিতা, অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীকে কেন্দ্র করে অনুষ্ঠানে চলছে পদ্মাবত ছবির 'ঘুমর' গানের নাচ। অন্যদিকে হিন্দু ধর্মগুরুর প্রশংসা পাচ্ছে পদ্মাবতী।

মোদী-নেতানইয়াহুর অনুষ্ঠানে পদ্মাবতের গান

মোদী-নেতানইয়াহুর অনুষ্ঠানে পদ্মাবতের গান

গুজরাতের আমেদাবাদে প্রধানমন্ত্রী মোদী ও নেতানইয়াহুকে স্বাগত জানানোর জন্য আয়োজিত অনুষ্ঠানে চলেছে 'পদ্মাবত' -এর বিতর্কিত গান 'ঘুমর'। উল্লেখ্য, এই গানে রানি পদ্মিনীর চরিত্রে অভিনয়কারী দীপিকা পাড়ুকোনের নাচ নিয়ে সোচ্চার প্রতিবাদ জানায় রাজপুত কার্নিসেনা। আর সেই গানই প্রধানমন্ত্রীদের স্বাগত জানাবার অনুষ্ঠানে, বিজেপি শাসিত গুজরাতে বাজানো হয়। শুধু তাই নয়, গানের সঙ্গে চলে ছোট্ট মেয়েদের নাচও।

শ্রী শ্রী রবিশঙ্কররের প্রশংসা পেল পদ্মাবত

শ্রী শ্রী রবিশঙ্কররের প্রশংসা পেল পদ্মাবত

পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে 'পদ্মাবত' ছবির স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর। ধর্মগুরু রবিশঙ্কর এই ছবির প্রশংসা করে জানান যে এই ছবিতে বিতর্কিত কোনও জিনিসই নেই। বরং এই ছবিকে উদযাপন করা উচিত।

সুপ্রিমকোর্ট যা জানিয়েছে

সুপ্রিমকোর্ট যা জানিয়েছে

২৫ তারিখ পদ্মাবত -কে বিজেপি শাসিত চার রাজ্যে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিনেমার নির্মাতা ভায়াকম ১৮। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল সমস্ত রাজ্যেই একইসঙ্গে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবি।

যে সমস্ত রাজ্য বিরোধিতা করে

যে সমস্ত রাজ্য বিরোধিতা করে

রাজস্থান, হিমাচলপ্রদেশ, গুজরাত,হরিয়ানা ,মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশে এই ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় সেই রাজ্যগুলির বিজেপি শাসিত রাজ্যসরকার। ছবির নানা দৃশঅয ঘিরে তারা আপত্তি তোলে।

চিতোরগড়ে

চিতোরগড়ে "জওহর" -এ ঝাঁপ দেওয়ার হুমকি

এরকম এক পরিস্থিতিতে ,রাজপুত ক্ষত্রিয়ে মহিলারা হুমকি দেন যে, যদি 'পদ্মাবত' মুক্তি পায়,তাহলে তাঁরা জওহর ব্রত পালন করে, অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবেন। আর তা নিয়েও বিস্তর আলোচনা হয়। সেন্স যেখানে ছবি মুক্তি ঘোষমা করে দিয়েছে, সেখানে একের পর এক হুমকি ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায়।

English summary
Sri Sri Ravi Shankar watched Sanjay Leela Bhansali's controversial period drama, Padmaavat, along with the filmmaker in a special screening at the Art Of Living ashram in Bengaluru on Monday.According to an India Today report and Scroll report Ghoomar was played at a cultural function organised to welcome Netanyahu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X