For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার খুশি এই প্রতিবেশী রাষ্ট্রপ্রধান! বললেন ভারতের অভ্যন্তরীণ বিষয়

জম্মু ও কাশ্মীরের দ্বিখণ্ডিত হওয়াকে কার্যত স্বাগত জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংঘে। যদি তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, লাদাখকে কেন্দ্রশাসিতঅঞ্চলের মর্যাদা দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের দ্বিখণ্ডিত হওয়াকে কার্যত স্বাগত জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংঘে। যদি তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে বলেছেন, তিনি লাদাখে গিয়েছিলেন। যা সত্যিই দেখার মতো।

সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার ৩৭০ ধারার অবলুপ্তি এবং জম্মু কাশ্মীর দ্বিখণ্ডিত করতে বিল এনেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। এই বিলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা হয়েছে। বিলে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের কথা বলা হয়েছে।

লাদাখে উৎসব

লাদাখে উৎসব

সোমবার রাজ্যসভায় কেন্দ্রের তরফে বিল পাশ হওয়ার পরেই উৎসব শুরু হয়ে যায় বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান লাদাখে। তাদের অনেক দিনের দাবি পূরণ হল।

 'ভারতের অভ্যন্তরীণ বিষয়'

'ভারতের অভ্যন্তরীণ বিষয়'

সরাসরি সিদ্ধান্ত স্বাগত না জানালেও, বৌদ্ধধর্মাবলম্বী প্রধান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংঘে বলেছেন বিষয়টি ভারতের অভ্যন্তরীণ। বিশ্বে যেসব দেশ বৌদ্ধধর্মাবলম্বী প্রধান, সেই সব দেশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। সেখানে প্রায় ৭৪ শতাংশ মানুষ বৌদ্ধধর্মাবলম্বী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছেন, অবশেষে লাদাখ ভারতে রাজ্যের মর্যাদা পেল। প্রসঙ্গত লাদাখে বৌদ্ধধর্মাবলম্বী
মানুষের সংখ্যা প্রায় ৭০ শতাংশ। তিনি বলেছেন, প্রথম বৌদ্ধধর্মাবলম্বী প্রধান রাজ্য হিসেবে লাদাখ পরিগণিত হতে চলেছে। তবে বলেছেন, তিনি লাদাখে গিয়েছিলেন। যা সত্যিই দেখার মতো।

শ্রীলঙ্কায় বৌদ্ধধর্মাবলম্বী ৭৪%

শ্রীলঙ্কায় বৌদ্ধধর্মাবলম্বী ৭৪%

সারা বিশ্বে সব থেকে বেশি বৌদ্ধধর্মালম্বী থাকেন কমিউনিস্ট চিনে। বিশ্বের প্রায় ৪৬.৪০ শতাংশ বৌদ্ধধর্মাবলম্বী সেখানে থাকেন। এরপরেই রয়েছে থাইল্যান্ড(১২.২০ শতাংশ), জাপান ( ৯.৪০ শতাংশ) মায়ানমার ( ৭.৩০ শতাংশ) এবং শ্রীলঙ্কা( ২.৮০ শতাংশ)। বৌদ্ধধর্মালম্বীদের নিরিখে ভারতের স্থান নবম। জনসংখ্যার নিরিখে শ্রীলঙ্কায় ৭৮ শতাংশ মানুষ বৌদ্ধধর্মাবলম্বী।

English summary
Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe has said that the creation of Ladakh as a Union Territory is an internal matter of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X