For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রীড়া বা বিজ্ঞান, রাজনীতি হোক সমাজনীতি! স্বাধীনতার ৭৫ বছরে যে ক্ষেত্রগুলিতে জয়ধ্বজা উড়িয়েছে ভারত

ক্রীড়া বা বিজ্ঞান, রাজনীতি হোক সমাজনীতি! স্বাধীনতার ৭৫ বছরে যে ক্ষেত্রগুলিতে জয়ধ্বজা উড়িয়েছে ভারত

  • |
Google Oneindia Bengali News

৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশেই সাজ সাজ রব। আজ থেকে ৭৫ বছর আগেই পরাধীনতার গ্লানি মুছে ব্রিটিশ মুক্ত হয়েছিল গোটা দেশ। এদিকে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা প্রাপ্তির পর থেকে একাধিক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছে গোটা দেশ। আর্থ-সামাজিক, রাজনৈতিক একাধিক পট পরিবর্তনেরও সাক্ষী থেকেছে ভারত। তারমধ্যে উল্লেখযোগ্য চাপ রেখেছে বেশ কিছু বিশেষ বছর, বিশেষ দিন, বিশেষ মাস।

পারমানবিক শক্তিধর দেশের তালিকাতেও নাম তুলেছে ভারত

পারমানবিক শক্তিধর দেশের তালিকাতেও নাম তুলেছে ভারত

ইতিহাস বলছে স্বাধীনতা প্রাপ্তির পর ১৯৫৬ সালের ৪ অগাস্ট এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি অপ্সরা পারমাণবিক চুল্লীর নকশা ও নির্মাণ হয়েছিল ভারতে। বর্তমানে গোটা দেশে ৭ টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২১ টি পারমাণবিক চুল্লি রয়েছে। অন্যদিকে দেশের প্রথম মহাকাশ উপগ্রহ আর্যভট্ট ডিজাইন হয়েছিল ১৯৭৫ সালে।

মহাকাশ গবেষণা ক্ষেত্রেও প্রভূত উন্নতি ভারতের

মহাকাশ গবেষণা ক্ষেত্রেও প্রভূত উন্নতি ভারতের

এদিকে স্বাধীনতার পর থেকে মহাকাশ গবেষণার ক্ষেত্রেও প্রভূত উন্নতি করে ভারত। মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর মঙ্গল মিশনও ইতিমধ্যেই সফল হয়েছে। অন্যদিকে সোভিয়েতের মহাকাশ অভিযানের পর মঙ্গলের কক্ষপথে অরবিটার পৌঁছে বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসাবে নাম তুলেছে ভারত। অন্যদিকে চাঁদের রহস্য উদঘাটন করতে চন্দ্রযানও উৎক্ষেপণ করেছে ভারত।

১৯৫১ সালেই প্রথম ভারতীয় রেলের জাতীয়করন

১৯৫১ সালেই প্রথম ভারতীয় রেলের জাতীয়করন

অন্যদিকে স্বাধীনতার পর ১৯৫১ সালে ভারতীয় রেলের জাতীয়করণ করা হয় বলে জানা যায়। বর্তমানে ভারতী রেল প্রতিদিন ২৩ মিলিয়নেরও বেশি যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ইতিমধ্যেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং ভারতের মাউন্টেন রেলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও ঘোষণা করেছে ইউনেস্কো।

 মিড ডে মিল থেকে ক্রীড়াক্ষেত্রেও একাধিক স্বীকৃতি

মিড ডে মিল থেকে ক্রীড়াক্ষেত্রেও একাধিক স্বীকৃতি

অন্যদিকে সকলের শিক্ষার অধিবারের পাশাপাশি ভারতীয় শিশুদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেও স্বাধীনতার পর থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। চালু হয়েছে মিড ডে মিল স্কিম। বর্তমানে এই স্কিমে সারা দেশের ১২ লক্ষ ৬৫ হাজার স্কুলে ১২ কোটি শিশুকে এক বেলার খাবার প্রদান করা হয়ে থাকে। এদিকে সদ্য সমাপ্ত অলিম্পিক বাদ দিলে এতদিন পর্যন্ত ভারতের ঝুলিতে ছিল ২৬টি অলিম্পিক পদক জিতেছে। ১৯২৮ সালের অলিম্পিক গেমসে ভারত পুরুষদের ফিল্ড হকিতে প্রথম স্বর্ণপদক জিতেছিল। অন্যদিকে একক ইভেন্টে অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় যিনি অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।

 এক নজরে ভারতের রাজনৈতিক স্বীকৃতি

এক নজরে ভারতের রাজনৈতিক স্বীকৃতি

বর্তামানে সাড়া দেশে প্রায় ২৯টি ভাষায় কথা বলে সাধারণ মানুষ। ১০ লক্ষেরও বেশি মানুষ এক একটি ভাষায় কথা বলে থাকেন। অন্যদিকে ১৬৫০টির বেশি উপভাষার চল রয়েছে গোটা দেশে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নির্বাচিত প্রতিনিধি রয়েছে এই ভারতেই। অন্যদিকে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা রাজনীতিবিদও রয়েছেন। অন্যদিকে বিশ্বের সমস্ত দেশের মধ্যে ভারত প্রথম রাষ্ট্র যেখানে এখন মহিলা দেশের প্রধানের দায়িত্ব সামলেছেন। আর এই কৃতিত্ব রয়েছে ইন্দিরা গান্ধীর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


{quiz_679}

English summary
sports or science politics sociology in the 75 years of independence india has won in those fields
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X