For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খরচ বাড়ছে বিমান যাত্রায়, ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্পাইসজেটের

খরচ বাড়ছে বিমান যাত্রায়, ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্পাইসজেটের

Google Oneindia Bengali News

বিমানের জ্বালানির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ডলারের নিরিখে পতন হচ্ছে টাকার মূল্য। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়তে চলেছে দেশের একাধিক এয়ারলাইন্স সংস্থা। আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে স্পাইসজেট বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে ও সুষ্ঠভাবে পরিষেবা দিতে বিমান ভাড়া কমপক্ষে ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হতে পারে।

খরচ বাড়ছে বিমান যাত্রায়, ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্পাইসজেটের

স্পাইস জেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং এক বিবৃতিতে জানিয়েছেন, আবার মার্কিন ডলারের নিরিখের ভারতীয় মুদ্রার মূল্যের পতন হয়েছে। বার বার ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতন দেশের বিভিন্ন এয়ারলাইন্সকে প্রভাবিত করছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারতীয় এয়ারনাইন্স সংস্থাগুলো। কারণ, এয়ারলাইন্স সংস্থাগুলোর সমস্ত আয়-ব্যয়ের হিসেব ডলারেই হয়।

তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিমানের জ্বালানির মূল্য। এই দুই কারণে ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতীয় এয়ালাইন্স সংস্থাগুলো। সমস্ত দিক মাথায় রেখে বর্তমানে স্পাইসজেট যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অজয় সিং জানিয়েছেন, এই মুহূর্তে যাত্রীভাড়া বাড়ানো ছাড়া তাঁদের হাতে বিকল্প কোনও উপায় নেই।

কারণ তাঁরা কোনওভাবেই যাত্রী পরিষেবার সঙ্গে সমঝোতা করতে চাইছেন না। তিনি জানিয়েছেন, আয়-ব্যয়ের সামঞ্জস্য রাখতে স্পাইসজেট যাত্রীভাড়া কমপক্ষে ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই নয়া বিমান ভাড়া কবে থেকে কার্যকর হবে, তা এখনও স্পাইস জেটের তরফে জানানো হয়নি।

বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাভিয়েশন টারবাইন জ্বালানির দাম ২০২১ সালের জুন মাস থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির জেরে এয়ারলাইন্সগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এভাবে দাম বাড়তে থাকলে এয়ারলাইন্সগুলোর বড় লোকশান হবে।

স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং জানিয়েছেন, বিমানের জ্বালানির দাম কমানোর জন্য দ্রুত কেন্দ্র সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। গত কয়েকমাসে জ্বালানির দ্রুত মূল্যবৃদ্ধির জেরে এয়ারলাইন্সের ব্যয়ের হিসেব এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। বিমান ভাড়া বাড়ানো ছাড়া তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

ভারতে প্রথম সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন, কারা পাবেন এই টিকা ভারতে প্রথম সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন, কারা পাবেন এই টিকা

তিনি জানিয়েছে, ক্রমাগত ভারতীয় মুদ্রার মূল্য পতন ও জ্বালানির দাম বৃদ্ধির জেরে স্পাইস জেটের ব্যয় প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে এয়ারলাইন্স যতটা সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে বিমান ভাড়া বাড়ানো ছাড়া এই মুহূর্তে স্পাইসজেটের কাছে কোনও বিকল্প উপায় নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

English summary
Spicejet airfare hike due to increasing jet fuel prices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X