For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০০ টাকার নোটে বানান ভুল শুধুই গুজব!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ নভেম্বর : নতুন ২,০০০ টাকার নোট এমনিতেই সবার ঘুম ছুটিয়েছে। কোনও দোকানে ২০০-৩০০ টাকার জিনিস কিনলে খুচরো দিতে রাজি হচ্ছেন না দোকানিরা। এদিকে তার উপর ২০০০ টাকার নোটে 'দো হাজার রুপিয়া'-র বানান ভুল লেখা হয়েছে বলে একটি ওয়েবসাইটের দাবি ঘিরে হইচই পড়ে যায়।

২০০০ টাকার নোটের পিছনের দিকে 'দু হাজার টাকা' ১৫টি শব্দে লেখা রয়েছে। একটা জায়গায় দেবনাগরীতে 'দুন হাজার রুপাইয়ে' লেখা রয়েছে। আর তা ঘিরেই এই বিভ্রান্তি। উল্লেখ্যে ওয়েবসাইটের প্রতিবেদন সামনে আসতেই হইচই পড়ে যায়। সোস্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে।

২০০০ টাকার নোটে বানান ভুল শুধুই গুজব!

আসলে দেবনাগরী হরফ মারাঠী, নেপালি, কোঙ্কনি এবং সংস্কৃত ভাষার ক্ষেত্রে একই হরফের ব্যবহৃত হয়। তাই লেখাটি একেবারেই ভুল নয়। বরং ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।

তবে এই গুজবে আরও আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। টুইটারের প্রতিক্রিয়া অনুযায়ী, অনেকেই ভাবতে শুরু করেন, নোটে ভুল ছাপার কারণে রিজার্ভ ব্যাঙ্কের এই নোট বাতিল করে দিতে পারে আবার। কিন্তু ভয়ের কোনও কারণ নেই। যাকে ভুল বলা হচ্ছে তা আসলে ভুল নয় বরং অন্য ভাষায় লেখা নোটের মূল্য।

English summary
Spelling error in Rs 2,000 note a hoax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X