For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: বাজারের চাহিদা বাড়াতে 'রেকর্ড' কর ছাড়ের দাবি

১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কিন্তু তার আগে চাকুরিজীবীদের অনেকেরই দাবি বাড়ানো হোক আয়কর ছাড়ের সীমা।

  • |
Google Oneindia Bengali News

১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কিন্তু তার আগে চাকুরিজীবীদের অনেকেরই দাবি বাড়ানো হোক আয়কর ছাড়ের সীমা। কোনও কোনও মহল থেকে দাবি করা হয়েছে এই সীমা বাড়ানো হোক ৮ লাখ টাকা পর্যন্ত। কিন্তু আদৌ কি তা সম্ভব। এই কাজটি করলে অর্থনীতিতে চাহিদা বাড়ানো সম্ভব বলে মনে করছেন অনেকে।

কেন্দ্রীয় বাজেট ২০২০: বাজারের চাহিদা বাড়াতে রেকর্ড কর ছাড়ের দাবি

বর্তমান সময়ে ভারতের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। জিডিপি নেমে গিয়েছে ২০১৩-র জায়গায়। দেশীয় কিংবা আন্তর্জাতক বিভিন্ন সংস্থা নানা উপদেশ দিচ্ছে অর্থনীতির হাল ফেরাতে এই করা উচিত, ওই করা উচিত। কিন্তু সমস্যাটা অর্থনীতির ডিমান্ড সাইড থেকে আসছে না, তা আসছে সাপ্লাই সাইড থেকে। ফলে ডিমান্ড বলে যা বলা হচ্ছে, তা পুরোপুরি ভুল।

অন্যদিকে জিএসটি এবং ডিজিটাল এবং অনলাইন পেমেন্ট সিস্টেমের ওপর জোর দেওয়া হয়েছে। যা পছন্দ করছে না কর্পোরেট সেক্টর। অন্যদিকে ব্যাঙ্কিং সেক্টরের পরিস্থিতিও আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে।

সরকার প্রদত্ত নীতির ধাক্কায় দেশে উৎপাদন শিল্প কম্পমান। সেই জায়গা থেকে এই মুহুর্তে বিশ্বাস যোগানো জরুরি বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। পাশাপাশি কর ফাঁকি দেওয়ার সমস্যার সমাধান অত্যন্ত প্রয়োজনীয়। এরসঙ্গে নীতিগত সংস্কার চালিয়ে যাওয়াও অত্যন্ত জরুরি।

সরকারের তরফ থেকে জিএসটি সিস্টেম, তার আইন, রিটার্ন ফাইলিং, সবেরই আরও সরলীকরণ জরুরি। পাশাপাপাশি কর্পোরেট ট্যাক্সও আরও কম করা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবার অনেকে বলছেন, ট্যাক্স ছাড় ৮ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দিলেও সমস্যার সমাধান হতে পারে। এর ফলে অর্থনীতিতে পর্যাপ্ত চাহিদা তৈরি হবে।

অনেক ক্ষেত্রেই আয়কর আধিকারিকরা কর সন্ত্রাস তৈরি করেন। তাও সংশোধন জরুরি। আয়কর বিভাগের কাজের ধরণ হতে হবে বন্ধুর মতো। আন্তরিকভাবে যাঁরা আয়কর দিতে চান, তাদের সম্মান ও মর্যাদা দিতে হবে।

কর ছাড়ের মাধ্যমে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে। এয়ারপার্ট, পোর্ট, বিদ্যুৎ উৎপাদন, রিসার্চ-এ বিনিয়োগের জন্য উৎসাহিত করতে হবে। বলছেন বিশেষজ্ঞরা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে প্রাক্তনীদের বিনিয়োগের উৎসাহিত করতে হবে। আর প্রাক্তনীরা যে টাকা দিয়ে সাহায্য করছেন, তাকেও করমুক্ত করতে হবে। এই কাজ করা গেলে উচ্চশিক্ষায় অর্থের সরবরাহ বাড়বে।

English summary
Specialists says it is better to give tax exemption up to Rs 8 Lakh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X