For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্পেশ্যাল ট্রেন'-এ যাত্রা করছেন! করোনা নিয়ে কোন রাজ্যে কী নিয়ম রয়েছে দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

স্পেশ্যাল ট্রেনের পরিষেবা সদ্য লকডাউনের মধ্যে চালু করেছে কেন্দ্র সরকার। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই পরিষেবার যাঁরা যাত্রী তাঁদের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। বিভিন্ন রাজ্য এই নিয়ম নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক স্পেশ্যাল ট্রেনের যাত্রীদের কোন কোন নিয়ম পালন করতে হচ্ছে।

কোয়ারেন্টাইন

কোয়ারেন্টাইন

দিল্লি থেকে বেঙ্গালুরু পৌঁছনো ট্রেনটির সমস্ত যাত্রীদের ১৪ দিনের আবশ্যিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক সরকার জানিয়েছে যাঁদের উপসর্গ নেই তাঁরা আবশ্যিক কোয়ারেন্টাইনে থাকবেন, এঁদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এরপর কোভিড ১৯ নেগেটিভ হলেই কোয়ারেন্টাইন থেকে মুক্তি মিলবে।

বেঙ্গালুরুতে ব্যবস্থা

বেঙ্গালুরুতে ব্যবস্থা

কর্ণাটক প্রশাসন জানিয়েছেন স্টেশনের কাছে বিভিন্ন হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। যাঁরা হোটেলে থাকতে চাইছেন না , তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। তবে হোটেলের খরচ সেই যাত্রীকেই দিতে হবে।

অসমে কোন নিয়ম ?

অসমে কোন নিয়ম ?

অসম সরকারের তরফে জানানো হয়েছে, স্পেশ্যাল ট্রেনে যাঁরা অসমে পৌঁছচ্ছেন তাঁদের কোভিড ১৯ টেস্টিং হবে। এরপর বাধ্যতামূলক ৯ থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইন। তবে যাঁদের উপসর্গ রয়েছে তাঁদেরই টেস্ট হবে। এছাড়াও স্টেশনে নেমেই স্ক্রিনিং চলবে।

মুম্বইতে স্ক্রিনিং

মুম্বইতে স্ক্রিনিং

মুম্বইতে যে ট্রেনগুলি পৌঁছেছে সেখানে স্টেশনেই কেন্দ্রীয় আইন অনুযায়ী স্ক্রিনিং করা হচ্ছে। যাঁদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের করোনা টেস্ট হচ্ছে। পাশপাাশি ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকছেই। এছাড়াও মহারাষ্ট্র প্রশাসন বিশেষভাবে দেখছে যে যাত্রীদের কাছে আরোগ্য সেতু অ্যাপটি রয়েছে কী না।

<strong>৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করল রেল! আওতা থেকে বাদ রাখা হল কাকে</strong>৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করল রেল! আওতা থেকে বাদ রাখা হল কাকে

English summary
Special trains amid lockdown, here are some rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X