For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম মোদী সরকারকে ধন্যবাদ! ডিনারে কারা থাকলেন, কারা থাকলেন না, একনজরে

গণনার বাকি দুদিন। তার আগেই কার্যত শক্তি প্রদর্শন করল এনডিএ। বিজেপি সভাপতি অমিত শাহের ডাকে দিল্লির পাঁচ তারা হোটেলে স্পেশাল ডিনারের আয়োজন হয়।

Google Oneindia Bengali News

গণনার বাকি দুদিন। তার আগেই কার্যত শক্তি প্রদর্শন করল এনডিএ। বিজেপি সভাপতি অমিত শাহের ডাকে দিল্লির পাঁচ তারা হোটেলে স্পেশাল ডিনারের আয়োজন হয়। এদিন এই ডিনারের আগে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। গত পাঁচবছরে কাজের জন্য মন্ত্রীদের ধন্যবাদ দেওয়া হয়।

টিম মোদী সরকারকে ধন্যবাদ! ডিনারে কারা থাকলেন, কারা থাকলেন না, একনজরে

কেন্দ্রীয় মন্ত্রীদের টিম মোদী সরকার বলে ধন্যবাদ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত গঠনের কথাও টুইটারে জানিয়েছেন তিনি।

রবিবারের বুথ ফেরত সমীক্ষা বিজেপি তথা এনডিএ-কে এগিয়ে রাখলেও, এই ডিনার ছিল মূলত পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করার জন্য। বেশিরভাগ এনডি নেতাই এই ডিনারে হাজির ছিলেন। যাঁদের অনেকেই জাতীয় রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন সকালে।

এদিন উপস্থিতির তালিকায় ছিলেন, পঞ্জাবে বিজেপির সহযোগী. অকালি নেতা প্রকাশ সিং বাদল, তার ছেলে সুখবীর বাদল, শিবসেনার নেতা উদ্ধব থ্যাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাম বিলাস পাসোয়ান এবং তাঁচ ছেলে চিরাগ পাসোয়ান, এআইএডিএমকের ই পালানিস্বামী, ও পনিরসিলভম, আপনা দলের নেতা অনুপ্রিয়া প্যাটেল এবং রামদাস আটওয়ালে।

রবিবার ১৪ টির মধ্যে ১২ টি বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে এনডিএ-র আসন সংখ্যা থাকবে ২৮২ থেকে ৩৬৫-র মধ্যে। এইসব বুথ ফেরত সমীক্ষার গড় ফল বলছে এনডিএ পেতে পারে ৩০২ টি আসন এবং কংগ্রেস এবং তার সহযোগীরা পেতে পারে ১২২ টি আসন।

সংসদে ৫৪৩ টি আসনের মধ্যে নির্বাচন হয়েছে ৫৪২ টি আসনে। সংখ্যাগরিষ্ঠ হতে গেলে প্রয়োজন ২৭১ টি আসন। ষষ্ঠ পর্যায়ের নির্বাচনের পর বিজেপি সভাপতি দাবি করেছিলেন তাদের দল ৩০০ পার করে গিয়েছে। কিন্তু শুক্রবার, সপ্তম পর্যায়ের নির্বাচনের আগে, নরেন্দ্র মোদীর সাংবাদিক সম্মেলনের পরিস্থিতি ছিল অনেকটাই অন্যরকমের।

২০১৪-র নির্বাচনে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু এবার অনেকেই বলছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজেপির সহযোগীদের প্রয়োজন হবে।

English summary
Special dinner called by Amit Shah to get NDA together before Counting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X