ক্রমেই বাড়ছে অসন্তোষ, বিহারে 'ফেল' করা রাহুল গান্ধীকে 'গ্রেস মার্কস' দিতেই কংগ্রেসের বৈঠক?
বিহার বিধানসভা নির্বাচন ও অন্য কয়েকটি রাজ্যের উপনির্বাচনে দলের ফল খারাপ হয়েছে৷ আর তার এক সপ্তাহ পর বৈঠক করতে চলেছে কংগ্রেসের বিশেষ কমিটি৷ আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বিকেল পাঁচটায় অনলাইনের মাধ্যমে এই বৈঠক হবে৷

দলে সংস্কার চেয়ে সোনিয়াকে চিঠি লিখেছিলেন সিব্বলরা
কয়েক মাস আগে কংগ্রেস নেতা কপিল সিব্বল সহ কয়েকজন দলে সংস্কার চেয়ে সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন৷ আর বিহারে ভরাডুবির পর নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি৷ যে কারণে অশোক গেহলত থেকে দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরীদের মতো নেতাদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে৷

বিহারে মহাজোটের পরাজয়ের জন্য দায়ী কংগ্রেস?
এদিকে বিহার নির্বাচনে মহাজোটের পরাজয়ের জন্য অনেকে কংগ্রেসকেই দায়ী করেছে৷ কারণ আরজেডি ও বাম দলের সাফল্যের হার ৫০ শতাংশেরও বেশি৷ সেখানে ৭০টি আসনে লড়াই করে মাত্র ১৯টি আসনে জিতেছে কংগ্রেস৷ অনেক বিশেষজ্ঞরই দাবি, তেজস্বীর হারের পিছনে মূল কারণ কংগ্রেসের শোচনীয় ফল।

অন্যান্য রাজ্যেও ভরাডুবি
পাশাপাশি মধ্যপ্রদেশের উপনির্বাচনে ২৮টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৯টি৷ কর্নাটক ও গুজরাতে পরিস্থিতি আরও খারাপ৷ দুটি রাজ্যের উপনির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তারা৷ এমনকী প্রিয়াঙ্কা গান্ধীর দায়িত্বে থাকা উত্তরপ্রদেশেও কংগ্রেসের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক৷

বিশেষ কমিটির বৈঠক ডাকায় হয়েছে
এসবের মধ্যেই আজ বিশেষ কমিটির বৈঠক ডাকায় হয়েছে৷ সাংগঠনিক ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে সাহায্য করার জন্য অগাস্টে একটি বিশেষ কমিটি গঠন করা হয়৷ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহমেদ পটেল, একে অ্য়ান্টনি, অম্বিকা সোনি, মুকুল ওয়াসনিক, রণদীপ সূরজেওয়ালা৷ তাঁদের মধ্যে আহমেদ পটেল বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন৷

কংগ্রেসের মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে
বিহার বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে৷ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং এমনকী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মতো প্রবীণ নেতারা ভোটের প্রচারে অংশ নেননি৷ রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
