For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটক নিয়ে নতুন নির্দেশিকা! ১৫ বিধায়কের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

১৫ বিক্ষুব্ধ বিধায়কের ইস্তফা গ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন কর্নাটক বিধানসভার স্পিকার। এদিন এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

১৫ বিক্ষুব্ধ বিধায়কের ইস্তফা গ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন কর্নাটক বিধানসভার স্পিকার। এদিন এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে কর্নাটকে রাজনৈতিক অস্থিরতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার স্পিকারের ওপরেই ছেড়ে দিল সর্বোচ্চ আদালত। অন্যদিকে, বৃহস্পতিবার আস্থা ভোটও অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্রের খবর।

কর্নাটক নিয়ে নতুন নির্দেশিকা! ১৫ বিধায়কের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের কাছে ১৫ বিক্ষুব্ধ বিধায়ক স্পিকারকে তাদের ইস্তফা গ্রহণের জন্য আদেশ দেওয়ার আবেদন করেছিলেন। পাল্টা কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং স্পিকারও তাদের আবেদন জানিয়েছিলেন সর্বোচ্চ আদালতে। এদিন শুনানির পর এসম্পর্কে যাবতীয় সিদ্ধান্তের ভার স্পিকারের ওপরেই দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই কংগ্রেস ও জেডিএস-এর যোলো বিধায়ক এবং দুজন নির্দল বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফলে সংকটে পড়ে যায় কর্নাটকের জোট সরকার। যদি এই ১৮ বিধায়কের ইস্তফা গ্রহণ করা হয়, তাহলে সরকারের সমর্থনকারী বিধায়কের সংখ্যা ১১৮ থেকে কমে ১০০ হয়ে যাবে।

সুপ্রিম কোর্টে করা আবেদনে বিদ্রোহী বিধায়করা জানিয়েছিলেন, স্পিকার রমেশ কুমার উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ইস্তফা গ্রহণ করছেন না।

বৃহস্পতিবার , সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়। প্রধান বিচারপতি স্পিকারকে উদ্দেশ্য করে বলেছেন, এদিনের মধ্যেই বিধায়কদের ইস্তফা প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার আদালতে এনিয়ে শুনানির সময় স্পিকারের সিদ্ধান্ত জানাতে হবে।

English summary
Speaker will decide the fate of 15 rebel MLAs, Says Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X