For Quick Alerts
For Daily Alerts
বাড়ছে জঙ্গি উপদ্রব! বড় সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের
জম্মু ও কাশ্মীরে প্রশাসনিক পর্যায়ে বড়সর রদবদল। সরিয়ে দেওয়া হল সেখানকার ডিজিপি এসপি বেদকে। তাঁকে রাজ্যের ট্রান্সপোর্ট কমিশনার পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, ডিজিপি কারা পদে থাকা দিলবাগ সিংকে রাজ্যের কার্যনির্বাহী ডিজিপি পদে নিয়োগ করা হয়েছে।

দিন দুয়েক আগেই জম্মু ও কাশ্মীরের এডিজি সিআইডি আবদুল গনি মীরকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় বসানো হয় বি শ্রীনিবাসকে। সেন্ট্রাল ডেপুটেশনে থাকা বি শ্রীনিবাসকে রাজ্যে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, গত দিন কয়েক রাজ্যে জঙ্গি কার্যকলাপে খুশি নন জম্মু ও কাশ্মীরের নতুন রাজ্যপাল সত্যপাল মালিক। বিশেষ করে গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরে পুলিশকর্মীদের ১২ আত্মীয়কে প্রথমে অপহরণ করেছিল জঙ্গিরা। এরপর এক শীর্ষ হিজবুল মুজাহিদিন জঙ্গির বাবাকে প্রশাসন মুক্তি দেওয়ার পর ওই ১২ জনকে মুক্তি দেয় জঙ্গিরা।