For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে বাবরি মসজিদ নিয়ে হুঁশিয়ারি জোট শরিকের, উদ্ধব ঠাকরের 'অযোধ্যা' অবস্থান নিয়ে প্রশ্ন

অযোধ্যায় বাবরি মসজিদ তৈরির ব্যাপারে হুঁশিয়ারি দিলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় বাবরি মসজিদ তৈরির ব্যাপারে হুঁশিয়ারি দিলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অযোধ্যায় রামমন্দির তৈরি করেন, তাহলে সমাজবাদী সদস্যরা অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করবেন।

৭ মার্চ অযোধ্যায় যাবেন উদ্ধব

৭ মার্চ অযোধ্যায় যাবেন উদ্ধব

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরে শপথ নিয়েছেন ২০১৯-এর ২৮ নভেম্বর। সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষে ৭ মার্চ তিনি অযোধ্যায় যাওয়ার কথা জানিয়েছেন। প্রসঙ্গত মহারাষ্ট্রে মহারাষ্ট্র বিকাশ আঘাধি সরকারের নেতৃত্বে রয়েছে উদ্ধব। সেই সরকারের অংশীদার সমাজবাদী পার্টিও।

জোট শরিককে আক্রমণ

জোট শরিককে আক্রমণ

সমাজবাদী নেতার ছেলে ফারহান আজমি মুম্বইয়ের কোলাবার রেডিও ক্লাবে সিএএ, এনপিআর, এনআরসি বিরোধী সভায় ভাষণ দেন। সেখানে তিনি মহারাষ্ট্রে তাদের জোট শরিক শিবসেনাকে আক্রমণ করেন।

উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি

উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ফারহান আজমি উদ্ধব ঠাকরেকে উদ্দেশ্য করে বলছেন, আপনি বিষয়টিকে হুমকি বলে ভাবতে পারেন, কিংবা অন্য কিছু। যদি উদ্ধব ঠাকরে ৭ মার্চ অযোধ্যা সফরের যান, তাহলে তিনি তাঁর সঙ্গী হবেন। যদি সেখানে তিনি রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেন, তাহলে তারাও বাবরি মসজিদ তৈরি করবেন।

ছেলের পাশে নেই বাবা

ছেলের পাশে নেই বাবা

মহারাষ্ট্রের সরকার পুরো সময় ক্ষমতায় থাকতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফারহান আজমি। তবে ফারহান আজমির বাবা আবু আজমি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অযোধ্যায় যেতে তিনি তার ছেলে সঙ্গ নেমেন না। তিনি নিজের ছেলেকে সমাজবাদী পার্টির অংশ মানতে অস্বীকার করেছেন।

English summary
SP leader Abu Azmi's son Farhan Azmi warns to build Babri Masjid in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X