For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০-এর বেশি দেশ বিতাড়িতদের স্বাগত জানাবে! সিএএ ইস্যুতে বিতর্ক বাড়ালেন সংখ্যালঘু সপা নেতার ছেলে

সারা বিশ্বে ৫০-এর বেশি মুসলিম দেশ রয়েছে, যারা ভারতীয় মুসলিমদের স্বাগত জানাতে তৈরি। মুম্বইয়ে এমনটাই দাবি করলেন উত্তর প্রদেশের এসপি নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি।

  • |
Google Oneindia Bengali News

সারা বিশ্বে ৫০-এর বেশি মুসলিম দেশ রয়েছে, যারা ভারতীয় মুসলিমদের স্বাগত জানাতে তৈরি। মুম্বইয়ে এমনটাই দাবি করলেন উত্তর প্রদেশের এসপি নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি। সিএএ নিয়ে দেশ থেকে মুসলিমদের বিতারণের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 বিশ্বে মুসলিমদের সংখ্যা ২৫০ কোটির বেশি

বিশ্বে মুসলিমদের সংখ্যা ২৫০ কোটির বেশি

সিএএ এবং এনআরসির বিরুদ্ধে বলতে গিয়ে ফারহান বলেছেন, মুসলিমরা সংখ্যায় বিশ্বে ২৫০ কোটির বেশি। সেই পরিস্থিতিতেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন ৫০ টি দেশের মুসলিমরা তাদের স্বাগত জানাতে তৈরি, যদি তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়। (ছবি সৌজন্য:এএনআই)

এখানে জন্ম, এখানেই মৃত্যু

এখানে জন্ম, এখানেই মৃত্যু

ফারহান আজমি বলেন, তারা কোথাও যেতে চান না। কেননা তারা এখানে জন্মগ্রহণ করেছেন, এখানেই কবরে যেতে চান।

 পিছনে রয়েছে লক্ষ মানুষের সমর্থন

পিছনে রয়েছে লক্ষ মানুষের সমর্থন

তিনি বলেন ভয়ার্ত কিংবা আশাহত হওয়ার কিছু নেই, কেননা বহু মানুষ তাদের পিছনে দাঁড়িয়েছেন। লক্ষ লক্ষ মানুষ সমর্থন করছেন। এনআরসি আর সিএএকে লাথি মেরে ডাস্টবিনে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের সরকার বেশিদিন নয়

মহারাষ্ট্রের সরকার বেশিদিন নয়

মহারাষ্ট্রের সরকার বেশিদিন নয় বলেও মনে করেন সংখ্যালঘু সপা নেতার ছেলে। বড় জোর ছয় থেকে সাতমাস বলে মন্তব্য করেছেন তিনি।

English summary
SP leader Abu Azmi's son Farhan Azmi says over 50 muslim countries will welcome Indian Muslims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X