For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহা ভেজাল হাত খুবই বিপজ্জনক! এসপি-বিএসপির বিভাজনে অভিনব 'পন্থা' মোদীর

উত্তর প্রদেশের প্রতাপগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে উত্তর প্রদেশে বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের প্রতাপগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে উত্তর প্রদেশে বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, সমাজবাদী পার্টি কংগ্রেসের প্রতি নরম। কিন্তু বিএসপি সুপ্রিমো খোলাখুলি কংগ্রেসের বিরোধিতা করে যাচ্ছেন। কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন মহা ভেজাল হাত খুবই বিপজ্জনক।

এসপি ও বিএসপির মধ্যে বিভাজন তৈরির চেষ্টা

এসপি ও বিএসপির মধ্যে বিভাজন তৈরির চেষ্টা

প্রতাপগড়ের সভায় মোদী বলেন, মহাজোটের নামে সমাজবাদী পার্টি মায়াবতীকে ব্যবহার করছে। মায়াবতীকে অন্ধকারে রেখেই কাজ করে চলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। বর্তমানে বেহেনজি তাদের কার্যকলাপ বুঝতে পেরে খোলাখুলি কংগ্রেসের সমালোচনা করছেন।

এসপি ও কংগ্রেসের সম্পর্কের উদাহরণ

এসপি ও কংগ্রেসের সম্পর্কের উদাহরণ

সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সম্পর্কের উদাহরণও দিয়েছেন মোদী। তিনি বলেন প্রিয়ঙ্কা গান্ধী এসপি নেতাদের সঙ্গে একই মঞ্চে থাকছেন। কংগ্রেস সম্পর্কে কোন প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসপি খুব শান্তভাবেই তার উত্তর দিচ্ছে। অন্যদিকে, কংগ্রেস নেতারা এসপির সভায় হাজির হচ্ছেন, নেতাদের সঙ্গে একই মঞ্চে থাকছেন। কীভাবে এই দুই দলের
খেলা চলছে, তা মায়াবতী বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন মোদী। কিন্তু সত্য সবসময় সামনে আসে। বেশি দিন তা লুকিয়ে রাখা যায় না। মন্তব্য করেছেন মোদী।

কংগ্রেসকে আক্রমণ

কংগ্রেসকে আক্রমণ

ভোট কাটা কংগ্রেসের চরিত্র বলে কটাক্ষ করেন মোদী। কংগ্রেস খোলাখুলি গ্রহণ করে নিচ্ছে, যে তারা মোদীর বিরুদ্ধে জিততে পারবে না। তাই মোদীর সততা ও কঠোর পরিশ্রমকে নিশানা করছে তারা।
মহা ভেজাল হাত খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মোদী। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই দেশকে মূল্য চোকাতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এই জোটে পাঁচ বিপজ্জনক জিনিস
রয়েছে বলে কটাক্ষ করেছেন মোদী। যার মধ্যে রয়েছে, দুর্নীতি, স্থায়িত্বহীনতা, জাতিভেদ, রাজবংশের রাজনীতি এবং খারাপ সরকার। এইসব মানুষ বাইরের লোকেদের বিশ্বাস করে না। তাই তারা পরিবারের সদস্যদেরই
ক্ষমতা. দেখতে চায়। পরিবর্ত হিসেবে কেউ উঠে আসলে, তাকে ধ্বংস করে ফেলা হয়, বলে মন্তব্য করেছেন মোদী।

উত্তর প্রদেশের প্রতাপগড়ে নির্বাচনী সভায় মোদীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। উত্তর প্রদেশের প্রতাপগড় ছাড়াও মোদী এদিন সভা করেন বাস্তিতে।
অন্যদিকে বিহারের বাল্মিকীনগরে সভা করেন প্রধানমন্ত্রী।

English summary
Modi told, Samajwadi Party was evidently going soft on the Congress, Bahujan Samaj Party supremo Mayawati was openly opposing the grand old party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X