For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপার দ্বিতীয় প্রার্থী তালিকায় ভরতি চমক, দেখে নিন কারা পেলেন টিকিট

সপার দ্বিতীয় প্রার্থী তালিকায় ভরতি চমক, দেখে নিন কারা পেলেন টিকিট

Google Oneindia Bengali News

সমাজবাদি পার্টি উত্তরপ্রদেশ ভোটের জন্য তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছেন ৩৬ জন। ২০১২ থেকে এই নিয়ে তৃতীয় বার অযোধ্য আসন থেকে সপার টিকিট পেলেন পবন পান্ডে। ২০১২ সালে সপার হয়ে এই অযোধ্যার আসন জিতে ইতিহাস গড়েছিলেন। তাই তাঁর উপরেই আবারও ভরসা রেখেছে তার দল। ঘটনা হল অখিলেশ ঘনিষ্ঠ পবন দলের ব্রাহ্মণ মুখদের মধ্যে অন্যতম। উত্তরপ্রদেশের ভোটে এই অঙ্ক ব্যাপকভাবে প্রভাব ফেলে, তাই তাকে আবারও ওই আসন থেকে লড়তে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সপার দ্বিতীয় প্রার্থী তালিকায় ভরতি চমক, দেখে নিন কারা পেলেন টিকিট

প্রাক্তন সপা সরকারের মন্ত্রী যিনি জেলে গিয়েছিলেন সেই গায়ত্রী প্রাসাদ প্রজাপতির স্ত্রী মহারাজি প্রজাপতিকে আমেঠি আসন থেকে টিকিট দিয়েছে। গত বছর নভেম্বর মাসে একটি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু এই গায়ত্রী ২০১২ সালে সপাকে আমেঠি আসন থেকে জিতিয়ে এনেছিলেন। ২০১৭ সালে বিজেপির কাছে হেরে যান। এবারে তাঁর স্ত্রী সেখান থেকেই দাঁড়াচ্ছেন ভোটে, যেটা তাঁর প্রথম নির্বাচন হতে চলেছে।

সপার এই তালিকার আরও একটি চমক হল রাকেশ প্রতাপ সিং যিনি নাটকীয় ভাবে অক্টোবর মাসে বিধানসভা থেকে ইস্তফা দিয়ে দেন এই বলে যে, মানুষের হয়ে তিনি কাজ করতে পারছেন না, কারণ রাজ্য বিজেপি সরকার তাঁর প্রত্যেক কাজে বাধা দিচ্ছে। সেই রাকেশ প্রতাপ সিংকেই টিকিট দিয়েছে সপা। রাকেশ প্রতাপ সিং তার নির্বাচনী এলাকা গাড়ুইগঞ্জে দুটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। বিজেপির জন্য তিনি তা করতে না পেরে হজরতগঞ্জে অনশনে বসে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। এক সপ্তাহ পর পুলিশ তাঁকে নিয়ে গিয়ে হাসপাতালে ভরতি করে দেয়। সেই রাকেশ প্রতাপ সিং সপা আবার টিকিট দিয়েছে।

সব মিলিয়ে অখিলেশ যাদবের দল এখনও পর্যন্ত ২৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ১৯৮ জন প্রার্থী রয়েছে সপার, রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি'র রয়েছে ৩৩ জন প্রার্থী। এনসিপি , এসবিএসপি একটি করে আসনে প্রার্থী দিয়েছে।

English summary
sp selected their second phase candidates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X