For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ঘোষণা অখিলেশ যাদবের, ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না সপা প্রধান

বড় ঘোষণা অখিলেশ যাদবের, ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না সপা প্রধান

  • |
Google Oneindia Bengali News

একেবারে চমকপ্রদ পদক্ষেপে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের৷ সোমবার তিনি জানিয়েছেন যে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের জন্য তার দল এবং রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) মধ্যে জোট হয়েছে। সংবাদমাধ্যমকে অখিলেশ বলেন, আরএলডির সঙ্গে আমাদের জোট নিশ্চিত হয়েছে। এরপর আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে।

বড় ঘোষণা অখিলেশ যাদবের, ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না সপা প্রধান

অখিলেশ যাদব, যিনি আজমগড়ের সমাজবাদী পার্টির সাংসদ এবং তাঁর দলের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ! তিনিই বলেছেন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না! এ নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে৷
পাশাপাশি এদিন চাচা শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়াকে (পিএসপিএল) জোটে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে, তিনি বলেছিলেন, এতে আমার কোনও সমস্যা নেই। তিনি এবং তাঁর লোকদের যথাযথ সম্মান দেওয়া হবে। এর আগে রবিবার, শিবপাল সিং যাদব ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য একই মতাদর্শ পোষণকারী সমস্ত রাজনৈতিক দলকে হাত মেলাতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সাথে জোট গঠন তাঁদের অগ্রাধিকার হবে। সম্প্রতি মহম্মদ আলি জিন্নার প্রশংসা করে অখিলেশ যাদবের বক্তব্য একটি বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, জিন্না, তারা সবাই একই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছিলেন। তারা সকলেই একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তারা ব্যারিস্টার হয়েছেন এবং দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, রবিবারের একটি সমাবেশে সপা নেতার এরকম বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।

প্যাটেল, গান্ধী-র সঙ্গে এক আসনে জিন্নাকে বসিয়ে বিতর্ক বাড়ালেন অখিলেশ প্যাটেল, গান্ধী-র সঙ্গে এক আসনে জিন্নাকে বসিয়ে বিতর্ক বাড়ালেন অখিলেশ

বিজেপি অবশ্য সমাজবাদী পার্টির সভাপতির এই বক্তব্যের কড়া ভাষায় নিন্দা করেছে। 'জিন্না ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক' বক্তব্য প্রসঙ্গে বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেন, অখিলেশ যিনি কিনা অস্ট্রেলিয়া থেকে পড়াশুনো করেছেন তাঁর কথা শুনে মুলায়ম সিংহও মাথা নীচু করে থাকবেন। গোটা দেশ মোহাম্মদ আলি জিন্নাকে দেশভাগের খলনায়ক মনে করে। জিন্নাকে স্বাধীনতার নায়ক বলা মুসলিম তুষ্টির রাজনীতি ছাড়া আর কিছুই নয়।'

তবে রবিবার বিজেপি ও কংগ্রেসের একযোগে সমালোচনা করেছেন অখিলেশ, তিনি বলেন, কংগ্রেস, বিজেপি একই মুদ্রার দুই পিঠ৷ আমাদের নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই সহ একাধিক সংস্থার তদন্ত চলছে শুধুমাত্র কংগ্রেসের জন্য। কংগ্রেস এবং বিজেপিতে কোনও তফাত নেই।

English summary
SP chief Akhilesh Yadav will not compete in the 2022 UP Assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X