২০২২ নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে সপা! কত আসন ঝুলিতে, জানালেন অখিলেশ
উত্তরপ্রদেশে এবার এককভাবে ক্ষমতায় আসবে সমাজবাদী পার্টি। বিধানসভা নির্বাচনের দু-বছর আগেই সগর্বে ঘোষণা করে দিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তাই আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট নয়। এবার এককভাবে লড়েই বিজেপিকে হটিয়ে ক্ষমতায় আসবে তাঁর দল, দৃঢ় বিশ্বাস অখিলেশের।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দাবি, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরতে চলেছে। এমনকী তাঁর দল কতগুলি আসনে জয়লাভ করবে, তাও স্পষ্ট করে দিয়েছেন সমাজবাদী সুপ্রিমো। যোগী সরকারের পতনের বার্তা দিয়ে তিনি খোলসা করেছেন আসনসংখ্যা।

কত আসন সমাজবাদীর পার্টির ঝুলিতে
শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তাঁর দল সমাজবাদী পার্টি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ৩৫১টি আসন জয়লাভ করবে। উত্তরপ্রদেশে আবারও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবেন তিনি। এবং তা সম্ভব হবে একক প্রচেষ্টায়। কংগ্রেস বা বহুজন সমাজ পার্টির কারও সাহায্যই তাঁর দরকার নেই বলে জানান অখিলেশ।

সমাজবাদী পার্টির চক্র দ্রুত হারে ঘুরবে
অখিলেশ বলেন, তাঁর দলের নির্বাচনী প্রতীক 'বাইসাইকেল'। সেই বাইসাইকেল গতি বাড়িয়ে ছুটছে। বাই সাইকেলের মতোই সমাজবাদী পার্টির চক্র দ্রুত হারে ঘুরবে। আমরা ৩৫১টি আসন জিতে ক্ষমতায় আসব। তিনি বলেন, এবার আমরা একা লড়ব। প্রয়োজনে সামঞ্জস্য হতে পারে, জোট না হলেই ভালো।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে
উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে অখিলেশের সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়েছিল। তার ফল হয়েছিল মারাত্মক। সেই জোট জনগণকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিল এবং এসপি ২২৯ থেকে তার আসন সংখ্যা কমে ৪৭ হয়ে গিয়েছিল। কংগ্রেস মাত্র সাতটি আসনে জয় পেয়েছিল ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে।

লোকসভায় বসপা-র সঙ্গে জোট করেও হতাশা
লোকসভায় বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেও বিশেষ ফায়দা তুলতে পারেনি। এসপি লোকসভায় মাত্র পাঁচটি আসন পুনর্দখল করতে সক্ষম হয়েছিল। বিএসপি ১০টি আসন জিতেছিল। বিজেপির জয়যাত্রা রুখতে পারেনি তাদের মহাজোট। আর কংগ্রেসও পর্যুদস্ত হয়েছিল। মাত্র একটি আসন পেয়েছিল কংগ্রেস।