For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পতনের মুখে কমলনাথ সরকার, সপা, বসপা বিধায়করাও দেখা করলেন শিবরাজের সঙ্গে

পতনের মুখে কমলনাথ সরকার, সপা, বসপা বিধায়করাও দেখা করলেন শিবরাজের সঙ্গে

Google Oneindia Bengali News

পতনের মুখে মধ্য প্রদেশের কমলনাথ সরকার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যের ১৯ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। এবার সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির বিধায়করা দেখা করতে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে।

শিবরাজের দরবারে সপা, বসপা বিধায়করা

শিবরাজের দরবারে সপা, বসপা বিধায়করা

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার আগেই হুলুস্থূল পড়ে গিয়েছে মধ্য প্রদেশে। রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে কংগ্রেস শরিক সপা, বসপা বিধায়করাও বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছেন। মঙ্গলবারই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন সপা বসপা বিধায়করা। যদিও সাক্ষাৎ হোলির সৌজন্য মূলক বলে জানিয়েছেন শিবরাজ িসং চৌহান।

বিজেপিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বিজেপিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

দীর্ঘ কয়েক মাসের টানা পোড়েনের অবসান। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ছাড়লেন দাপুটে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কমলনাথের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল তাঁর। মন্ত্রিসভায় সিন্ধিয়া অনুগামীদের কোনঠাসা করে রাখা থেকে শুরু করে রাজ্যের কংগ্রেস সভাপতির পদ ছিনিয়ে নেওয়া অনেক কিছুই করেছেন কমলনা। শেষ জ্যোতিরাদিত্য যা করলেন যাকে বলে কামারের এক ঘা। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবা মাধবরাও সিন্ধিয়ার জন্মদিনেই কংগ্রেস থেকে পদত্যাগ করলেন তিনি। যোগ দিলেন বিজেপি শিবিরে।

টালমাটাল কমলনাথ সরকার

টালমাটাল কমলনাথ সরকার

একসঙ্গে ২০ জন মন্ত্রীর পদত্যাগ। তার উপরে জ্যোতিরাদিত্য অনুগামীদের বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত একেবারে ধরাশায়ী অবস্থায় ফেলে দিয়েছে কমলনাথকে। কোনও দিক থেকেই সরকার টিকিয়ে রাখার কোনও আশা দেখতে পাচ্ছেন না তিনি। পরিস্থিতি মোকাবিলায় সোনিয়ার দ্বারস্থ হয়েছেন কমলনাথ। হাত ছাড়তে শুরু করেছে শরিকরাও।

English summary
SP, BSP MLAs of Madhya Pradesh meet Shivraj Singh Chouhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X