For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাত্র 'বুয়া-ভাতিজা' জোট মোদীকে গদিচ্যুত করতে পারে, বলছে সমীক্ষা

উত্তরপ্রদেশ জয় করতে পারা দলই কেন্দ্রে সিংহভাগ ক্ষেত্রে ক্ষমতা দখল করেছে। ২০১৪ সালেও তা হয়েছে। ২০১৯ সালেও সম্ভবত সেটাই হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় রাজনীতিতে চালু কথা রয়েছে, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দখল নেবে যে দল বা জোট, কেন্দ্রে সেই দল বা জোটের সরকার নিশ্চিতভাবে তৈরি হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এটা চলে আসছে। উত্তরপ্রদেশে মোট ৮০টি লোকসভা আসন রয়েছে। ইতিহাস বলছে, উত্তরপ্রদেশ জয় করতে পারা দলই কেন্দ্রে সিংহভাগ ক্ষেত্রে ক্ষমতা দখল করেছে। ২০১৪ সালেও তা হয়েছে। ২০১৯ সালেও সম্ভবত সেটাই হতে চলেছে।

অতীতের ফল

অতীতের ফল

২০১৪ সালে বিজেপি ৭১টি আসন পেয়েছিল। জোটসঙ্গীরা আরও কয়েকটি আসন পায়। যার ফলে ৯০ শতাংশের বেশি আসন দখল করায় কংগ্রেস, সমাজপাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সেভাবে দাঁত ফোঁটাতে পারেনি। কংগ্রেস কেন্দ্রে তো সরকার গঠন করতে পারেনি, তার সঙ্গে জুটেছে আরও বড় লজ্জা। ৫০টি আসনের সীমাও কংগ্রেস পেরোতে পারেনি।

উত্তরপ্রদেশ সবসময়ই আলাদা

উত্তরপ্রদেশ সবসময়ই আলাদা

ফলে উত্তরপ্রদেশকে অন্য রাজ্য থেকে বরাবরই আলাদা চোখে দেখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনীতি করা নেতা-নেত্রীরা কেন্দ্রীয় রাজনীতিতে বরাবরই উত্তরপ্রদেশকে আলাদা চোখে দেখে এসেছেন। বিশেষ করে কেন্দ্রীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তো বটেই।

জোট না হলে সুবিধা এনডিএ-র

জোট না হলে সুবিধা এনডিএ-র

এই অবস্থায় এবিপির সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে সপা-বসপার জোট হলে একমাত্র তাহলেই কেন্দ্রে আটকানো যাবে বিজেপি। নাহলে এনডিএ জোট তিনশোর বেশি আসন পেয়ে ফের একবার কেন্দ্রে ক্ষমতা দখল করতে চলেছে। সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে মহাজোট না হলে এনডিএ ৩০০টি আসন পেতে চলেছে। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ পেতে চলেছে ১১৬টি আসন। আর অন্যান্যরা পেতে চলেছে ১২৭টি আসন।

জোট হলে বিপাকে বিজেপি

জোট হলে বিপাকে বিজেপি

আর যদি জোট হয় তাহলে এনডিএ ২৬১টি আসনে নেমে আসবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কেন্দ্রে সরকারও গঠন করতে পারবে না। ইউপিএ পাবে ১১৯টি আসন ও অন্যান্যরা পাবে ১৬৩টি আসন। অর্থাৎ অখিলেশ যাদব ও মায়াবতীর দলের জোটের উপরে লোকসভা ভোটের অনেক পরিসংখ্যান নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: তেল থেকে গ্যাসের দামবৃদ্ধিতে কতটা বিপাকে বিজেপি, তথ্য দিল এবিপি আনন্দ ও সি-ভোটার সমীক্ষা ][আরও পড়ুন: তেল থেকে গ্যাসের দামবৃদ্ধিতে কতটা বিপাকে বিজেপি, তথ্য দিল এবিপি আনন্দ ও সি-ভোটার সমীক্ষা ]

 বুয়া-ভাতিজা দেখাতে পারেন ম্যাজিক

বুয়া-ভাতিজা দেখাতে পারেন ম্যাজিক

এর আগেও উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ও মায়াবতীর দল কাছাকাছি আসার চেষ্টা করেছে। তবে অতীতের রেকর্ড খুব সুখের নয়। যার ফলে বিপরীতমুখী দুই দল আলাদা হয়ে গিয়েছে। লোকসভা ভোটে ফের একবার বুয়া-ভাতিজা একসঙ্গে লড়লে তা বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলবে সন্দেহ নেই।

English summary
SP-BSP coalition can block the NDA coming to power in Lok Sabha elections 2019, predicts ABP Opinion Poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X