For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতিতে ‘না’ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের, কী হবে নতুন দলের ভবিষ্যত? চলছে তুমুল জল্পনা

রাজনীতিতে ‘না’ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের, কী হবে নতুন দলের ভবিষ্যত? চলছে তুমুল জল্পনা

  • |
Google Oneindia Bengali News

শেষ বিধানসভা ভোটের আগে থেকেই জল্পনা বাড়ছিল। শোনা যাচ্ছিল নতুন দলের গোড়াপত্তন করেই রাজনীতিতে সরাসরি নাম লেখাতে পারেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এমনকী ২০২১ তামিলনাড়ু নির্বাচনকে মাথায় রেখে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বলে গত বছরের ডিসেম্বরের শুরুতে ট্যুইটও করেছিলেন রজনীকান্ত৷ কিন্তু মাত্র সাড়ে ৬ মাস আগে ঘোষণা করেও অবশেষে নিজের মত বদলে ফেললেন তিনি।

রাজনীতিতে ‘না’ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের, কী হবে নতুন দলের ভবিষ্যত? চলছে তুমুল জল্পনা

সূত্রের খবর, নিজের অনুগামীদের নিয়ে রবিবার এক বৈঠকে বসেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন রজনী। 'রজনী মাক্কাল মানদ্রাম' আগামীতে রাজনীতিতে পা রাখবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। তবে 'রজনীকান্ত রসিগর নরপাণী মানদ্রাম’ অথবা 'রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম’ নামে একটি সংগঠন চালাবেন তিনি ও তাঁর অনুগামীরা। তবে এই সংগঠন সামাজিক কার্যকলাপের পাশাপাশি আগামীতে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি।

এদিকে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দক্ষিণী সুপারস্টার। আর সেই কারণেই প্রত্যক্ষ রাজনীতিতে পা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে মত ঘনিষ্ঠমহল সূত্রে। এদিকে ২০১৭ সালেই প্রথম সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেন থালাইভা। এমনকী গত ফেব্রুয়ারি মাসেই অপর দক্ষিণী সুপারস্টার কমল হাসনের সঙ্গে রজনীকান্তর সাক্ষাৎ নিয়েও বিভিন্ন জল্পনা ছড়িয়েছিল নানা মহলে।

কিন্তু তারপরেও চূড়ান্ত কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। সক্রিয় রাজনীতিতে পা দিতে গিয়েও বারবার তা ধাক্কা খেয়েছে। এদিকে গত সপ্তাহে চিকিৎসার পর চেন্নাই ফেরেন অভিনেতা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অনুরাগীরা। তারপর থেকেই নতুন দল নিয়ে একাধিক কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সাংবাদিক বৈঠক ঢেকে সমস্ত বিষয় পরিষ্কার করে দেন রজনী। করোনা আবহ, কাজের ব্যস্ততা, শুটিং এবং আমার শারীরিক অবস্থার জন্য এতদিন কোনও সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল বলেও জানান তিনি। এদিকে নতুন সিদ্ধান্ত জানাতেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
Southern superstar Rajinikanth is not entering politics with the help of a new party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X