For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিডিপির সঙ্গে বিচ্ছেদের পর আরও বিপাকে মোদী সরকার! মমতার সঙ্গে সুর মেলালেন এবার কারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এবার কেন্দ্রীয় বঞ্চনার সুর দক্ষিণের রাজ্যগুলিতেও। কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার দাবি উত্তরের জন্য ভর্তুকি দিচ্ছে দক্ষিণ।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এবার কেন্দ্রীয় বঞ্চনার সুর দক্ষিণের রাজ্যগুলিতেও। কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার দাবি উত্তরের জন্য ভর্তুকি দিচ্ছে দক্ষিণ।

টিডিপির সঙ্গে বিচ্ছেদের পর আরও বিপাকে মোদী সরকার! মমতার সঙ্গে সুর মেলালেন এবার কারা

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগের জবাব দিতে গিয়ে উন্নয়নের নিরিখে যে দক্ষিণ ভারত এগিয়ে রয়েছে তার স্পষ্ট দাবি করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর দাবি দক্ষিণ ভারত কর দেয় বেশি। কিন্তু বদলে কেন্দ্র থেকে পায় খুব কম। সিদ্ধারামাইয়ার এই যুক্তি ছড়িয়ে পড়ছে দক্ষিণ ভারতে।

উত্তরের জন্য ভর্তুকি দিচ্ছে দক্ষিণ। এমনটাই দাবি করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ঐতিহাসিকভাবে বিন্ধ্য পর্বতের দক্ষিণে থাকা ছটি রাজ্য বেশি কর দেয়, কিন্তু বদলে পায় কম। তথ্য দিয়ে বোঝাতে চেয়েছেন সিদ্ধারামাইয়া। তিনি বলেছেন, এক টাকা কর দিয়ে উত্তরপ্রদেশ যেখানে ১.৭৯ টাকা পায়, সেখানে কর্নাটক পায় ০.৪৭ টাকা। আঞ্চলিক বৈষম্যের সংশোধনের প্রযোজন বলে উল্লেখ করে সিদ্ধারামাইয়ার প্রশ্ন, উন্নয়নের পুরস্কার কোথায়। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধারামাইয়ার এই বক্তব্য ভাইরাল হয়েছে।

টিডিপির সঙ্গে বিচ্ছেদের পর আরও বিপাকে মোদী সরকার! মমতার সঙ্গে সুর মেলালেন এবার কারা

জনসংখ্যার নিরিখেই কেন্দ্রীয় করের বন্টন করা হয়। কিন্তু জন সংখ্যা কম হওয়ার কারণে কেন ভুগবে দক্ষিণের রাজ্যগুলি, কার্যত সেই প্রশ্ন তুলেছেন সিদ্ধারামাইয়া।

কর্নাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র কেন্দ্রীয় কর বেশি দেয়। বদলে তারা কেন্দ্রীয় সাহায্য কম পায়। সারা ভারতের উন্নয়নের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করা হয়েছে। সেটা মেনে নিতে বাধ্য রাজ্যগুলি। সিদ্ধারামাইয়ার দাবি, এমন ব্যবস্থা চালু হওয়া উচিত, যেখানে রাজ্যগুলি থেকে আদায় করা করের বড় অংশই রাজ্যগুলি পাবে, যেখানে কেন্দ্রীয় প্রকল্পগুলির পরিমাণ কমে যাবে। যদি কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রয়োজন হয়ও, সেটা রাজ্যের মতো করে করে নেওয়ার অধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সিদ্ধারামাইয়া।

যে শব্দ আঞ্চলিকদলের নেতার মুখে উঠে আসে, সে কথা একটি জাতীয় দলের নেতার মুখে উঠে আসায় অনেকেই অবাক হয়েছেন।

একদিন আগেই রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এ ক্ষেত্রে চন্দ্রবাবুর বক্তব্যের সঙ্গে সিদ্ধারামাইয়ার বক্তব্যের কার্যত কোনও ফারাক নেই।

বিষয়টি নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বক্তব্যও প্রায় একই। তিনি বলেছেন, কেন্দ্র তেলেঙ্গানা থেকে ২০১৬-১৭ সালে ৫০,০১৩ কোটি টাকার কর আদায় করেছে। কিন্তু তার বদলে বিভিন্ন প্রকল্পে রাজ্যকে দিয়েছে ২৪,৫৬১ কোটি টাকা।

একই অনুভূতি তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলির মধ্যে। ডিএমকে-র প্রতিষ্ঠাতা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সংসদে ১৯৬০ সালে বলেছিলেন, উত্তরের বৃদ্ধি হচ্ছে আর দক্ষিণের ক্ষয় হচ্ছে। এআইএডিএমকে নেত্রী প্রয়াত জয়ললিতাও একই ধরনের কথা বলেছেন।

দক্ষিণের রাজ্যগুলির কথা মাথায় রেখেই অভিনেতা কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়ামের প্রতীক গোলাকৃতিতে ছটি হাত একে অপরের সঙ্গে যুক্ত। কমল হাসান বলেছেন, ছটি হাত ছটি রাজ্যের প্রতীক। সেগুলি হল তামিলনাড়ু, কেরল, কর্নাটক,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র।

English summary
South has been subsidizing the north claims Karnataka Chief Minister Siddaramaiah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X