মিলল ভারতীয় বায়ু সেনার বিমানের ধ্বংসাবশেষ! উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রী
অরুণাচল প্রদেশের টাটোর কাছে পায়ুম গ্রামে ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই জানাচ্ছে সূত্র। এদিন দুপুর ১২.২৫ নাগাদ অসমের জোড়হাটের এয়ারবেস থেকে ওড়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। ওই বিমানে সব মিলিয়ে ছিলেন ১৩ জন। যাঁদের মধ্যে আটজন ছিলেন ক্রু মেম্বার এবং পাঁচজন যাত্রী। বিমানটি নামার কথা ছিল অরুণাচল প্রদেশের মেচুকা বিমানঘাঁটিতে।

মেচুকা বিমানঘাঁটিতে বিমান না পৌঁছনোয় তল্লাশি অভিযানে নেমে পড়ে ভারতীয় বিমান বাহিনী। নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়। সুখোই ৩০ যুদ্ধবিমান এবং সি-১৩০ বিমানকে নামানো হয় এএন-৩২ বিমানকে খুঁজে বের করতে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রও জানান বিমানটিকে খুঁজে বের করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নব নিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী বিষয়টি নিয়ে টুইট করেন। ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধানের সঙ্গেও কথা বলেন উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রী।
Spoke to Vice Chief of @IAF_MCC, Air Marshal Rakesh Singh Bhadauria regarding the missing IAF AN-32 Aircraft which is overdue for some hours.
— Rajnath Singh (@rajnathsingh) June 3, 2019
He has apprised me of the steps taken by the IAF to find the missing aircraft. I pray for the safety of all passengers on board.
সূত্রের খবর অনুযায়ী অরুনাচল প্রদেশের মেচুকা গভীর অরণ্যে ঢাকা। ফলে সন্ধে হয়ে গেলে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।