ঝাড়খণ্ডের ভোট মিটলেই লক্ষ্য দিল্লি! ভোটের দিন নিয়ে জল্পনা তুঙ্গে
ঝাড়খণ্ডের ভোট মিটলেই দিল্লির নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। ২৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের ভোট গণনা। এরপর আগামী বছরের শুরুতে দিল্লিতে ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী ১০ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে সেখানে।

এদিকে ভোট দিন ঘোষণার আঁচ পেতেই বাকি থেকে প্রকল্পগুলি নিয়ে তোড়জোড় শুরু করে গিয়েছে দিল্লির আপ সরকার। যার একটি উদাহরণ হল ১১ হাজার ওয়াইফাই স্পট তৈরি করা।
কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লির সরকারের সময়সীমা রয়েছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই তারিখের আগেই নির্বাচন পর্ব সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন।
২০১৫-র নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন দিন ঘোষণা করেছিল ১২ জানুয়ারি। ভোট হয়েছিল ৭ ফেব্রুয়ারি।
তবে ভোটের দিন ঘোষণা আঁচ করে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে আপ, বিজেপি-সহ রাজনৈতিক দলগুলি।