For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের সঙ্গে এই ১১ রাজ্যে নির্বাচন! জোর তৎপরতা শাসকের অন্দরে

লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের পক্ষে বিজেপি। সেজন্য ১১ টি রাজ্যের নির্বাচন লোকসভার সঙ্গে করানোর ব্যাপারের চলছে চিন্তাভাবনা। ২০১৯-এর প্রথম অর্ধের মধ্যেই মেয়াদ শেষ হচ্ছে এইসব বিধানসভার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের পক্ষে বিজেপি। সেজন্য ১১ টি রাজ্যের নির্বাচন লোকসভার সঙ্গে করানোর ব্যাপারের চলছে চিন্তাভাবনা। ২০১৯-এর প্রথম অর্ধের মধ্যেই মেয়াদ শেষ হচ্ছে এইসব বিধানসভাগুলির।

লোকসভা নির্বাচনের সঙ্গে এই ১১ রাজ্যে নির্বাচন! জোর তৎপরতা শাসকের অন্দরে

নাম গোপনের শর্তে বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় একটু পিছিয়ে দিয়ে, আর কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় একটু এগিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। তবে ১১ টি রাজ্যের বেশিরভাগই বিজেপি শাসিত।

আগামী বছরের জানুয়ারির মধ্যে মেয়াদ শেষ হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় বিধানসভার। এই সব বিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালরা কম সময়ের জন্য রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন। যাতে রাজ্যগুলির নির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গে একইসঙ্গে করা যায়। এমনটাই জানিয়েছেন ওই বিজেপি নেতা।

অন্যদিকে, কংগ্রেস শাসিত মিজোরামের মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরে।

অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, বিজেপি শাসিত হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এগিয়ে লোকসভা নির্বাচনের সঙ্গে করার চিন্তাভাবনা চলছে বিজেপির অন্দরে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে এইসব রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

তবে লোকসভা নির্বাচনের সঙ্গেই যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানা।

বিহারের নির্বাচনও এগিয়ে আনার ব্যাপারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিজেপির কথা চলছে বলে সূত্রের খবর। ২০২০-র শেষে বিহার বিধানসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে।

যদিও সংবিধান বিশেষজ্ঞ লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচার্য যেসব রাজ্যে লোকসভার আগেই নির্বাচন হওয়ার কথা, সেসব রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, আইনের শাসন ভেঙে পড়লেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা যায়।

যত বেশি সম্ভব রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন করিয়ে নেওয়ার পক্ষে বিজেপি। যদিও এই মতে বিরোধী কংগ্রেস। তাদের মতে বিষয়টি নিয়ে সংবিধান সংশোধনের মতো জায়গাতেও নেই সরকার।

[আরও পড়ুন:শুভেন্দুকে পাল্টা অধীর ঘনিষ্ঠ মনোজের! রাজনৈতিক মহলে চাঞ্চল্য][আরও পড়ুন:শুভেন্দুকে পাল্টা অধীর ঘনিষ্ঠ মনোজের! রাজনৈতিক মহলে চাঞ্চল্য]

সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ, ল কমিশনকে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার পক্ষে মত প্রকাশ করে চিঠি দিয়েছিলেন। তাঁর মতে, বিষয়টি হলে, খরচে রাশ টানা যাবে। আর সারা বছর ধরে নির্বাচনী যুদ্ধের মধ্যেও পড়তে হবে না দেশকে।

English summary
Sources says BJP Considering Holding Simultaneous Polls In 11 States In 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X